Ganesh Chaturthi 2022:গণেশ চতুর্থীতে ভাইরাল 'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি, নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি আপনার জন্য (দেখুন ছবি)
গণেশ চতুর্থীর এই উৎসবের মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের 'পুষ্পা' স্টাইলের গণেশ মূর্তি।
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও, কর্ণাটক, গুজরাত, ওড়িশা, গোয়া, ছত্তীসগড়, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে মহাসমারোহে পালিত হয়েছে গণেশ চতুর্থী(Ganesh Chaturthi 2022)। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় ধুমধাম করে পালিত হয়েছে গণেশ পুজো। গণেশ চতুর্থীর এই উৎসবের মাঝে নেট দুনিয়ায় ভাইরাল হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) 'পুষ্পা' (Pushpa) স্টাইলের গণেশ মূর্তি। গণেশ মূর্তির পরনে রয়েছে সাদা রঙের কুর্তা ও পায়জামা। চন্দন কাঠের উপর বসে রয়েছে সে। তার একটি হাত একেবারে 'পুষ্পা'র আইকনিক স্টাইলে রয়েছে। ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।