BJP CAA Support number 88662-88662: মহিলাদের সঙ্গে সেক্স চ্যাট থেকে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, বিজেপির টোল ফ্রি নম্বর ব্যবহার করে পোস্ট সোশাল মিডিয়ায়

আমি একা। ফাঁকা আছি। ফোন করুন ৮৮৬৬২৮৮৬৬২।' টুইটারে আবেদন সুন্দরী মহিলার। কেউ আবার লিখেছেন,'এটা আমার নম্বর ৮৮৬৬২৮৮৬৬২। মিসড কল দিন।' সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নম্বরটি। কার এটি? আবার পড়ে দেখুন দুটি ক্ষেত্রে নম্বরটি এক। আসলে এটাই সেই নম্বর যাতে মিসড কল চেয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) সমর্থন জোগাড়ে নেমেছে বিজেপি (BJP) । বর্তমানে ইন্টারনেটকে নির্ভরযোগ্য তথ্যের উৎস বলা যায় না। সোশাল মিডিয়ায় প্রচুর ভুয়ো খবর এবং বার্তা প্রচারিত হচ্ছে। এর মধ্যেই একটি এখন সিএএ-র সমর্থন চেয়ে চলছে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন চেয়ে বিজেপি যে টোল ফ্রি নম্বর চালু করেছে, সেই নম্বরটির অপব্যবহার করা হচ্ছে। সোশাল মিডিয়ায় প্রচুর এই নম্বরটিসহ টুইট রয়েছে যা মহিলাদের সঙ্গে চ্যাট করতে, বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন (Netflix Subscription ) পেতে, ফ্রি মোবাইল ডেটা পেতে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে নেটফ্লিক্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, সবই ভুয়ো।

(Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৪ জানুয়ারি: আমি একা। ফাঁকা আছি। ফোন করুন ৮৮৬৬২৮৮৬৬২।' টুইটারে আবেদন সুন্দরী মহিলার। কেউ আবার লিখেছেন,'এটা আমার নম্বর ৮৮৬৬২৮৮৬৬২। মিসড কল দিন।' সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নম্বরটি। কার এটি? আবার পড়ে দেখুন দুটি ক্ষেত্রে নম্বরটি এক। আসলে এটাই সেই নম্বর যাতে মিসড কল চেয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) সমর্থন জোগাড়ে নেমেছে বিজেপি (BJP) । বর্তমানে ইন্টারনেটকে নির্ভরযোগ্য তথ্যের উৎস বলা যায় না। সোশাল মিডিয়ায় প্রচুর ভুয়ো খবর এবং বার্তা প্রচারিত হচ্ছে। এর মধ্যেই একটি এখন সিএএ-র সমর্থন চেয়ে চলছে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থন চেয়ে বিজেপি যে টোল ফ্রি নম্বর চালু করেছে, সেই নম্বরটির অপব্যবহার করা হচ্ছে। সোশাল মিডিয়ায় প্রচুর এই নম্বরটিসহ টুইট রয়েছে যা মহিলাদের সঙ্গে চ্যাট করতে, বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন (Netflix Subscription ) পেতে, ফ্রি মোবাইল ডেটা পেতে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে নেটফ্লিক্স তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছে, সবই ভুয়ো।

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জির বিরোধিতায় উত্তাল গোটা দেশ। পাল্টা CAA-র সমর্থনে নেমেছে বিজেপি। কলকাতায় 'অভিনন্দন যাত্রা' করেছেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার রাজস্থানে জনসভা করেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর পাশাপাশি ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরে মিস কল দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সমর্থনও চেয়েছে ভারতীয় জনতা পার্টি। ওই নম্বরে মিস কলের সংখ্যা বাড়াতে বিজেপির বিরুদ্ধে উঠেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ। এক মহিলার টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে,''আমি একা। কথা বলার দরকার। কল করুন ৮৮৬৬২৮৮৬৬২-এ। আপনাদের ঘুরিয়ে কল করব। চলো ফোনে কথা বলি।" আরও পড়ুন: Virat Kohli On CAA: 'সব না জেনে দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করব না', CAA নিয়ে বললেন বিরাট কোহলি

 

আর একটি টুইটে দাবি করা হয়েছে, 'কেউ আমার সঙ্গে ডেটে যেতে চাইলে কল করুন ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরে। আমি ফাঁকা।" আঁচল নামে এক মহিলার টুইট, 'আপনি একা? আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? কল -৮৮৬৬২৮৮৬৬২।" কেউ আবার দাবি করেছেন, '৬ মাসের জন্য নেটফ্লিক্স ব্যবহার করতে চান। ৮৮৬৬২৮৮৬৬২ নম্বরে ফোন করে পান ইউজার নেম ও পাসওয়ার্ড। প্রথম ১০০০ কলার অফারের সুবিধা পাবেন।' এটি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়া।



@endif