‌মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়ে গোরিলা, সেলফি তুলল বনকর্মীদের সঙ্গে

চার পেয়ে জন্তু দিব্য মানুষের মত দুই পায়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। এমন ঘটনা চোখে দেখেছেন কেউ।

বনকর্মীর সঙ্গে সেলফি শিম্পাজিদের (Credit-facebook)

৭ মে,২০১৯: চার পেয়ে জন্তু দিব্য মানুষের মত দুই পায়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। এমন ঘটনা চোখে দেখেছেন কেউ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) গোরিলাদের(Chimpanzee) দুই পায়ে দাঁড়ানো একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি কঙ্গোর ভরুঙ্গা ন্যাশনাল পার্কের। এখানে সাধারণ পরিত্যক্ত গোরিলাদের নিয়ে এসে সযন্তে লালন করা হয়। সেখানকারই এক বনকর্মীর(Forest Officers) সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁদের। আ ছবির সবচেয়ে আলোচ্য দুই বিষয় গোরিলাদের দুই পায়ে দাঁড়ানো। কারণ সচরাচর তারা দু’‌পায়ে দাঁড়ায় না। পার্কের আধিকারিক জানিয়েছেন, গোরিলারা এই আচরণ সাধারণ করে না। তবে খুব কৌতুহল হলে তাঁরা দু’‌পায়ে দাঁড়িয়ে পড়ে। সাধারণ ঘটনা না হলেও একেবারেই যে ঘটে না তা নয়।

তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি যে ব্যপক হিট করেছে তা তার লাইকের বহর দেখলেই বোঝা যায়। ইতিমধ্যেই ৪২,০০০ লাইক পেয়েছে ছবিটি। ইনস্টাগ্রাম(Instagram) এবং টুইটারেও (Twitter)সমান ভাইরাল(Viral) হয়েছে ছবিটি।