Dog attacked in Noida: নয়ডায় কুকুরের আতঙ্ক,পথ চলতি মানুষের ওপর আক্রমণ রাস্তার কুকুরের(দেখুন ভিডিও)

ভিডিওতে দেখা যায় এক পথচারীকে হঠাৎই কিছু হিংস্র কুকুর একসঙ্গে আক্রমণ করে বসে। প্রথমে পালানোর চেষ্টা করলে কুকুরগুলি তার পিছু নেয়। তখন বাধ্য হয়ে কুকুরগুলি উপর আঘাত করলে ওই আঘাতে ফলে কুকুরগুলি তাকে ছেড়ে দেয়।তখন তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন।

কুকুরের আতঙ্কে নাজেহাল সাধারণ মানুষ, মাঝে মাঝেই  আসা-যাওয়ার সময় মানুষ ও শিশুদের আক্রমণের ঘটনা শোনা যাচ্ছে।আবারও সামনে এলো হিংস্র কুকুরদের আক্রমণের এক ঘটনা। বৃহত্তর নয়ডার (Greater Noida )পাম অলিম্পিয়া ( plam olympia) সোসাইটির সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া একটি   ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আসতেই  আতঙ্ক ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে. ভিডিওতে দেখা যায় এক পথচারীকে হঠাৎই  কিছু হিংস্র কুকুর একসঙ্গে আক্রমণ করে  বসে।  প্রথমে পালানোর চেষ্টা করলে কুকুরগুলি তার পিছু নেয়। তখন বাধ্য হয়ে কুকুরগুলি উপর  আঘাত করলে ওই  আঘাতে ফলে  কুকুরগুলি তাকে ছেড়ে দেয়।তখন তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন। দেখুন সেই ভিডিও- 

 



@endif