Karnataka: মাস্ক পরতে অস্বীকার করে তীব্র বাকবিতন্ডা, ভাইরাল চিকিৎসক

এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়াই সুপার মার্কেটে (Karnataka) বাজার করতে এসেছেন এক চিকিৎসক৷ মার্কেটের ম্যানেজার থেকে শুরু করে সমস্ত কর্মী, রক্ষী এমনকী অন্যান্য ক্রেতাদের মুখেও রয়েছে মাস্ক৷

ডাক্তার বি শ্রীনিবাস কাক্কিলায়া (in blue shirt) seen without mask at supermarket (Photo Credits: ANI)

ম্যাঙ্গালুরু, ২০ মে: এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়াই সুপার মার্কেটে (Karnataka) বাজার করতে এসেছেন এক চিকিৎসক৷ মার্কেটের ম্যানেজার থেকে শুরু করে সমস্ত কর্মী, রক্ষী এমনকী অন্যান্য ক্রেতাদের মুখেও রয়েছে মাস্ক৷ কিন্তু চিকিৎসক মাস্ক ছাড়াই ঘুরে ঘুরে বাস্কেট ভর্তি কেনাকাটা করলেন৷ বিলিং কাউন্টারের সামনে পেমেন্ট করতে আসতেই বিপত্তি৷ বিলিংয়ের দায়িত্বে থাকা কর্মী যখন ওই চিকিৎসককে মাস্ক পরতে বলেন, তখনই অস্বীকার করে পত্রপাঠ সরকারের সমালোচনায় মুখর হন৷ ইতিমধ্যেই ওই চিকিৎসকের বক্তব্য সমেত ভিডিওটি ভাইরাল হয়েছে৷ সেই সঙ্গে চিকিৎসকের বিরুদ্ধে কর্নাটক এপিডেমিক ডিজিজ অ্যাক্টের ৪,৫ ও ৯ ধারায় মামলা রুজু হয়েছে৷ অবিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তর বি শ্রীনিবাস কাক্কিলায়া৷ আরও পড়ুন-Jagannath Pahadia Dies: কোভিডে প্রয়াত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া

চাঞ্চল্যকর ঘটনাটি মঙ্গলবার সকালে ম্যাঙ্গালুরু শহরের এ সুপার মার্কেটের বিলিং কাউন্টারে ঘটেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছেষ মাস্ক পরতে অস্বীকার করার পর থেমে যাননি অভিযুক্ত চিকিৎসক৷ বরং সরকারের সমালোচনায় মুখর হয়ে প্রায় কোমর বেঁধেই ঝগড়া করেছেন৷ যখন কর্মীরা বলেন, মাস্ক পরাটাই নিয়ম৷ এর উত্তরে ডাক্তার কাক্কিলায়া জানিয়ে দেন, বোকা নিয়ম তিনি মানবেন না৷ বলেন, “আমি লকডাউনের বিরোধিতায় মুখ খুলেছিলাম৷ তেমনটা লিখেওছি৷ আমি বিজ্ঞানের পক্ষে৷ এই নির্বোধ সরকারের হাতে পড়ে আমি বোকা বনতে রাজি নই৷”

মাস্ক ছাড়া বাজার করতে এসে কর্মী ও অন্যান্য ক্রেতাদের জীবন বিপন্ন করেছেন চিকিৎসক কাক্কিলায়া৷   তাই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন সুপার মার্কেটের কর্ণধার রায়ান রোজারিও৷   জানাজানি হতেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ম্যাঙ্গালুরু চ্যাপ্টারের তরফে গোটা ঘটনার নিন্দা করা হয়েছে৷