Viral Video-Dad Attacked By Snake: দরাজায় লুকিয়ে থাকা সাপ কামড় বসালো এই ব্যক্তির মাথায়, দেখুন ভাইরাল ভিডিও

সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে একটি লোক দরজার তালা খুলে যখন ঘরে ঢুকছেন, তখন ওই দরজার ফ্রেমের উপরে লুকিয়ে থাকা একটি সাপ (Snake) লোকটিকে কামড়ে দেয়।

Snake bites Dad on Head

নয়াদিল্লি: সাপে কামড় দেওয়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে একটি লোক দরজার তালা খুলে যখন ঘরে ঢুকছেন, তখন ওই দরজার ফ্রেমের উপরে লুকিয়ে থাকা একটি সাপ (Snake) লোকটিকে কামড়ে দেয়। এরপর লোকটি আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন। ওই আহত ব্যক্তির ছেলে স্টিভি হ্যাভেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেছেন, , “Snake bites Dad on Head… haha he thought he was gone,” এই ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে দ্রুত ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটি ৩৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। আরও পড়ুন :  Pune Lift Viral Video: ধপ করে দশ তলা থেকে আছড়ে পড়ল লিফট, দেখুন ভাইরাল ভিডিয়ো

দেখুন ভিডিও 



@endif