Crocodile crosses road : কোটার রাস্তায় ঘুরছে কুমির, দেখুন ভাইরাল ভিডিও

কোটায় গভীর রাতে রাস্তা পার হতে দেখা গেল একটি কুমিরকে। কুমিরটি চার ফুট ওজনের লম্বা।

Crocodile crosses road (Photo Credit Twitter)

রাজস্থান : কোটায় গভীর রাতে রাস্তা পার হতে দেখা গেল একটি কুমিরকে। কুমিরটি চার ফুট ওজনের লম্বা। পথচারিরা এভাবে কুমিরটিকে রাস্তা পেরিয়ে যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে অবশ্য রাস্তায় এভাবে কুমির (Crocodile) দেখেতে পেয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করেন। কুমিরের এভাবে রাস্তা পেরনোর একটি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কুমিরটি রাস্তা পার হয়ে রাস্তার পাশের একটি বড় ড্রেনে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বর্ষার মৌসুমে কোটার রাস্তায় কুমির দেখা যায়, কখনও কখনও মানুষের বাড়িতে ঢুকে পড়ে। বন বিভাগের কর্মীরা তাঁদের উদ্ধার করে নদীতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

আরও পড়ুন : Video: প্রবল বৃষ্টিতে সংকটে মহারাষ্ট্রের রায়গড় জেলা, জলের তোড়ে ভেসে গেল মহাদ তালুকের সার্ভিস রোড (দেখুন ভিডিও)

দেখুন টুইট 



@endif