বিনা টিকিটে ট্রেনে উঠে TTE-র সঙ্গে দাদাগিরি উত্তরপ্রদেশ পুলিশের, দেখুন ভিডিয়ো

সম্প্রতি ঘটা ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, টিকিট পরীক্ষক টিকিট চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন পুলিশের ওই দারোগা। টিটিই-কে বলছেন, "তোমার বাবার গাড়ি নাকি এটা?"

Photo Credits: Twitter

বিনা টিকিটে (Without Ticket) ট্রেনের (Train) এসি কামরায় (AC coach) উঠে ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের (UttarPradesh) এক দারোগা (Police Officer) ও তাঁর কয়েকজন সহকর্মী। তাঁর কাছে টিকিট চাইতে যান ট্রেনে থাকা টিকিট পরীক্ষক (TTE)। আর এই বিষয় নিয়েই শুরু হয় তুমুল কথা কাটাকাটি (Heated Argument)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারেলি (Bareilly)-তে।

সম্প্রতি ঘটা ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, টিকিট পরীক্ষক টিকিট চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন পুলিশের ওই দারোগা। টিটিই-কে বলছেন, "তোমার বাবার গাড়ি নাকি এটা?" আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট যুবকের, ভাইরাল ভিডিয়ো



@endif