IPL Auction 2025 Live

Caught on camera: বাড়ির কাগজ চাইতে গিয়ে খেলেন মন্ত্রীর চড়, দেখুন ভিডিয়ো

ঘরের কাগজ চাইতে গিয়ে মন্ত্রীর হাতে চড় খেতে হল এক গরীব মহিলাকে। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামারাজা নগর জেলার হানগালা গ্রামে। এই সময়ের ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

বেঙ্গালুরু: ঘরের কাগজ চাইতে গিয়ে মন্ত্রীর ( Minister) হাতে চড় (slapp) খেতে হল এক গরীব মহিলাকে। রবিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) চামারাজা নগর জেলার (Chamarajanagar district) হানগালা (Hangala) গ্রামে। এই সময়ের ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। কর্নাটকের বিরোধী দলগুলি ওই বিজেপি (BJP) মন্ত্রীর সমালোচনায় মুখর হলেও রাজ্যের শাসকদল বিজেপি বা ওই নেতা এখনও পর্যন্ত এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার চামারাজা নগরের গুন্ডলুপেট তালুকার হানগালা গ্রামে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৭৩টি পরিবারকে জমির কাগজ বিলি করছিলেন কর্নাটকের পরিকাঠামো উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ভি সোমান্না। ওই অনুষ্ঠানে ২.২০ মিনিটে আসার কথা থাকলেও মন্ত্রী সেখানে আসেন সন্ধ্যে ৬.৩০ মিনিটে। এদিকে ঘর পাওয়ার লিস্টে নাম না থাকলেও দুপুর আড়াইটে থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছিল ওই মহিলা। অনুষ্ঠানের শেষ লগ্নে মঞ্চে উঠে আর্থিকভাবে পিছিয়ে থাকা সত্ত্বেও তাঁর নাম কেন জানতে চান ওই মহিলা। এর উত্তরে সজোরে তাঁর গালে চড় মানে সোমান্না। এই ঘটনার পরে মন্ত্রীর পায়ে ধরতেও দেখা যায় ওই মহিলাকে।

এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। যা দেখে কর্নাটকের ওই বিজেপি মন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। অবিলম্বে মন্ত্রীকে ওই গরিব মহিলার কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে।

যদিও চড় মারার বিষয়টি অস্বীকার করে ওই মহিলা বলেন, আমি তাঁর কাছে বাড়ি তৈরির জমি চাইতে গিয়েছিলাম। আমি যখন প্রণাম করছি তখন তিনি আমাকে চড় মারেন বলে গুজব ছড়ায়। কিন্তু, এই ধরনের কোন ঘটনা ঘটেনি। বরং তিনি আমাকে সাহায্য করেছেন।