Viral: কী কাণ্ড! করোনার বাজারে শেষে টাকার বান্ডিল নিয়ে পালাচ্ছে বিড়াল(দেখুন ভিডিও)
প্রিয় পোষ্য হিসেবে বিড়ালের (Tries to Steal Bundle of Currency Notes From Russian Pub) বেশ জনপ্রিয়তা রয়েছে। দেশ কাল ভেদে সেই জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। তবে আদুরে লোমশ প্রাণীটিকে আমরা কোনওভাবেই চুরির দায়ে ফেলতে পারি না। আদর প্রিয় প্রাণীটি কোনওভাবেই চোর হতে পারে কি? একটা দুটো নোট নয় একেবারে এক বান্ডিল টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার প্ল্যান করেছিল মা ষষ্ঠীর বাহন, ভাবা যায়! আরে মিথ্যে বলছি না, খোশ গল্পও দিচ্ছি না। এমন ঘটনাই ঘটেছে রাশিয়ার পশ্চিম রাশিয়ার আনাপা শহরে। তবে পাব মালিকের পকেট শেষ পর্যন্ত খালি হয়নি। এক কাস্টমারের বদান্যতায় বিড়াল বাবাজির জারিজুরি খতম। টাকার বান্ডিলও উদ্ধার হয়েছে।
প্রিয় পোষ্য হিসেবে বিড়ালের (CAT) বেশ জনপ্রিয়তা রয়েছে। দেশ কাল ভেদে সেই জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। তবে আদুরে লোমশ প্রাণীটিকে আমরা কোনওভাবেই চুরির দায়ে ফেলতে পারি না। আদর প্রিয় প্রাণীটি কোনওভাবেই চোর হতে পারে কি? একটা দুটো নোট নয় একেবারে এক বান্ডিল টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার প্ল্যান করেছিল মা ষষ্ঠীর বাহন, ভাবা যায়! আরে মিথ্যে বলছি না, খোশ গল্পও দিচ্ছি না। এমন ঘটনাই ঘটেছে রাশিয়ার পশ্চিম রাশিয়ার আনাপা শহরে। তবে পাব মালিকের পকেট শেষ পর্যন্ত খালি হয়নি। এক কাস্টমারের বদান্যতায় বিড়াল বাবাজির জারিজুরি খতম। টাকার বান্ডিলও উদ্ধার হয়েছে।
করোনার বাজারে বিড়ালটির বোধহয় শপিংয়ের বড়ই প্রয়োজন ছিল। তাই ফের পাব মালিকের বান্ডিল বোঝাই টাকা হাতানোর চেষ্টা করে। এমনকী বান্ডিল নিয়ে পালাতেও পারে। তবে দুশ্চিনতা করার কিছু নেই ওই টাকার বান্ডিলে কিছুই শপিং হবে না। সবটাই পুরোনো নোট। পাবের শোকেসে শো-অফের জন্য মালিক পুরোনো নোটের বান্ডিল এনেছিলেন। শেষমেশ নোটের বান্ডিল নিয়ে চেয়ার নিচেই লুকিয়ে পড়ে সে।
নোট কাজে লাগল কি লাগল না বড় কথা নয়। বিড়াল কিনা টাকার বান্ডিল নিয়ে পালাচ্ছে। প্রথমবার ভুল করে হতে পারে। দ্বিতীয়বারও তাই? পাবের সিসিটিভি ফুটেজে টাকার বান্ডিল সমতে বিড়ালের পলায়মান ছবি ভাইরাল হয়েছে। ওই পাব দোকানি গোটা ঘটনায় হেসেই অস্থির হয়ে পড়েছেন। বিড়াল যে টাকাকে এতটা ভালবাসে তা আমি বুঝতে পারিনি। এবার থেকে সাবধানে থাকব। হয়তো ওই নোটের বান্ডিল দিয়ে কিছু ভালমাছ কিনে খাওয়ার প্ল্যানে ছিল সে।