Cargo plane Breaks: অবতরণের সময় ২ টুকরো হয়ে গেল কার্গো বিমান, দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
কোস্টারিকার সান জোসে কার্গো বিমানটি অতরণের সময় ভেঙে পড়তেই, সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। সেই সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেতে শুরু করে। বিমান ভেঙে পড়তেই সেখানে দমকলের গাড়ি হাজির হয়।
সান জোস, ৮ এপ্রিল: সান জোস বিমানবন্দরে নামতে গিয়ে ভেঙে পড়ল একটি কার্গো বিমান (Cargo plane)। কোস্টা রিকার ( Costa Rica ) সান জোসে কার্গো বিমান ভেঙে পড়ার ভিডিয়ো গিয়ে তোলপাড় শুরু হয়েছে। কীভাবে কার্গো বিমানটি অবতরণ করতে গিয়ে ২ টুকরো হয়ে যায়, সেই ভিডিয়ো নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। দেখুন...
কোস্টারিকার সান জোসে কার্গো বিমানটি অতরণের সময় ভেঙে পড়তেই, সেখান থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। সেই সঙ্গে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যেতে শুরু করে। বিমান ভেঙে পড়তেই সেখানে দমকলের গাড়ি হাজির হয়।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে হামলার পর বহু রুশ সেনার জীবন গিয়েছে, স্বীকার করল রাশিয়া
তবে কার্গো বিমানে থাকা ২ কর্মী জীবিত আছেন বলে জানানো হয়। তবে তাঁদের প্রাথিমক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি অবতরণের সময় আচমকাই জোর ঝাঁকুনি শুরু হয়। এরপর বিপদ বুঝে বিমানের দুই কর্মী সতর্ক হয়ে যান।