Beirut Explosion: বুর্জ খালিফা এবং ইজিপ্টের গিজা পিরামিডে বেইরুট বিস্ফোরণের স্মৃতিচারণ
ভয়াবহ জোড়া বিস্ফোরণে কেঁপে গেছে লেবাননের (Lebanon) রাজধানী বেইরুট। মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা অগুন্তি। সবমিলিয়ে বিধ্বস্ত বেইরুট। ভয়ঙ্কর এই ঘটনার সমবেদনা জানাল দুবাইয়ের বুর্জ খালিফা। লেবাননের জাতীয় পতাকায় সেজে উঠল দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং। এই বিস্ফোরণের জেরে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোকপ্রকাশ জানাল দুবাই। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব দিনটি 'জাতীয় কালা দিবস'-র তকমা দিয়েছেন।
ভয়াবহ জোড়া বিস্ফোরণে কেঁপে গেছে লেবাননের (Lebanon) রাজধানী বেইরুট। মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা অগুন্তি। সবমিলিয়ে বিধ্বস্ত বেইরুট। ভয়ঙ্কর এই ঘটনার সমবেদনা জানাল দুবাইয়ের বুর্জ খালিফা। লেবাননের জাতীয় পতাকায় সেজে উঠল দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং। এই বিস্ফোরণের জেরে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোকপ্রকাশ জানাল দুবাই। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব দিনটি 'জাতীয় কালা দিবস'-র তকমা দিয়েছেন।
বুর্জ খালিফার তরফে তুলে ধরা হয়েছে এই ছবি। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, 'লেবাননের যে সমস্ত ভাই-বোনেরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা।' অন্যদিকে, ইজিপ্টের গিজা পিরামিডেও বিস্ফোরণে নিহত শ্রদ্ধাদের সম্মান জানাতে লেবাননের পতাকায় আলোকিত করা হয়েছে। #PrayForLebanon এবং #prayforbeirut ট্যাগ টুইটারে রীতিমত ট্রেন্ড করছে। ভালবাসার মানুষকে আকস্মিক হারানোর যন্ত্রনায় কাতর সকলে।