Building Collapsed In Delhi: দিল্লির বিজয় পার্ক এলাকায় ভেঙে পড়ল বহুতল বাড়ি, ভয়াবহ ভিডিয়ো

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি বিল্ডিং আস্তে আস্তে নড়ছে। এলাকাটি শুনশান। আচমকা বাড়িটি হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ল।

Photo Credits: Twitter

দিনেদুপুরে আচমকা ভেঙে পড়ল রাস্তার পাশে থাকে খাকা একটি বহুতল বাড়ি (Building collapsed)। বুধবার দুর্ঘটনা ঘটেছে দিল্লির (Delhi) ভজনপুরার (Bhajanpura) বিজয় পার্ক (Vijay Park) এলাকায়। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন। এখনও পর্যন্ত এই দুর্ঘটনার (Building Collapsed In Delhi) ফলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি বিল্ডিং আস্তে আস্তে নড়ছে। এলাকাটি শুনশান। আচমকা বাড়িটি হুড়মুড়িয়ে রাস্তার উপর ভেঙে পড়ল।



@endif