Graduate chaiwali:স্নাতক চায়ওয়ালি প্রিয়াঙ্কা গুপ্তা নিজের দোকান বন্ধ করে দিচ্ছেন কাঠের কারণে
অর্থনীতির স্নাতক! দু বছর চাকরি না পেয়ে সংসারের হাল ধরতে বিহারের একটি কলেজের সামনে চায়ের দোকান খুলেছিলেন প্রিয়াঙ্কা গুপ্তা। কিন্তু সেই দোকান আজ বন্ধের মুখে।
বিহার: বিহারে (Bihar) অর্থনীতিতে স্নাতক প্রিয়াঙ্কা গুপ্তা পাটনার এক মহিলা কলেজের সামনে একটি চায়ের দোকান করেছিলেন। এই জন্য তিনি খুব প্রশংসা অর্জন করেছিলেন নেট দুনিয়াতে। তবে আজ সে তাঁর দোকান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে তিনি একটি ভিডিও শেয়ার করেন।
তাতে তিনি কাঁদতে কাঁদতে রাগ প্রকাশ করে বলেন , বারবার তাঁর দোকানের কাঠ বাজেয়াপ্ত করা হচ্ছে। তিনি অভিযোগ করলেন যে তাঁর দোকানকেই লক্ষ্য করা হচ্ছে কারণ তিনি একজন মহিলা এবং একজন মহিলা চায়ের দোকান দিয়েছেন বলে ।
এই বছরই এপ্রিল মাসে প্রিয়াঙ্কা গুপ্তা চায়ের দোকানটি খোলেন ,তিনি জানান যে ২০১৯ এ তিনি অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন। তবে গত ২ বছর কোনও চাকরি পাননি। তাই তিনি প্রফুল্ল বিল্লোর থেকে অনুপ্রেরণা নিয়ে এই দোকানটি খোলেন। তবে দিনের শেষে তাঁর এই কঠোর পরিশ্রমের কোনও ফল পেলেন না। তাই তিনি বললেন "দুর্নীতি তাঁকে হতাশ করেছে।"