Woman Made To Massage Cop: থানায় মহিলাকে দিয়ে বডি ম্যাসাজ করিয়ে সাসপেন্ড পুলিশ কর্মী! দেখুন ভিডিও

এক মহিলা অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। তাঁকে দিয়েই বডি ম্যাসাজ (Massage) করালেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সহরসা জেলায় (Saharsa Distict) নৌহাট্টা থানার দারহার ফাঁড়িতে (Darhar Outpost)। বডি ম্যাসাজের ভিডিও ভাইরাল হতেই ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

Woman Made To Massage Cop Inside Police Station (Photo: Twitter)

পাটনা, ২৯ এপ্রিল: এক মহিলা অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। তাঁকে দিয়েই বডি ম্যাসাজ (Massage) করালেন এক পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সহরসা জেলায় (Saharsa Distict) নৌহাট্টা থানার দারহার ফাঁড়িতে (Darhar Outpost)। বডি ম্যাসাজের ভিডিও ভাইরাল হতেই ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নৌহাট্টা থানার দারহার ফাঁড়ির আধিকারিক শশিভূষণ সিনহা (Shashibhushan Sinha) শার্ট খুলে চেয়ারে বসে রয়েছেন। ফোন তিনি কথা বলছেন। আর পাশেই দাঁড়িয়ে এক মহিলা তাঁর বডি ম্যাসাজ করছেন। ভিডিওটি পুলিশ ফাঁড়ির আবাসিক কোয়ার্টারের ভিতরে তোলা হয়েছে। কেউ ম্যাসাজ করানোর ভিডিও তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তারপরই সেটি ভাইরাল হয়ে যায়।

দেখুন ভিডিও: 

ভিডিও ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় জোর সমালোচনা ও বিতর্ক শুরু হয়ে যায়। পরে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়।