Odisha: কোভিডে প্রয়াতে স্ত্রীর স্মৃতিতে ৮ লক্ষ টাকা খরচ করে সিলিকনের মূর্তি বসালেন ওডিশার ব্যবসায়ী

ভালবাসা অমর। মৃত্য়ুর পরেও সবাই হারিয়ে যায় না। কেউ কেউ বেঁচে থেকে যান তাজমহলে, কেউ আবার মূর্তিতে।

ভূবনেশ্বর (ওডিশা), ৬ অক্টোবর: ভালবাসা অমর। মৃত্য়ুর পরেও সবাই হারিয়ে যায় না। কেউ কেউ বেঁচে থেকে যান উজ্জ্বল স্মৃতির তাজমহলে, কেউ আবার জীবন্ত মূর্তিতে। বছর তিনেক আগে তিনি কোভিডে তাঁর স্ত্রী-কে হারিয়ে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন প্রশান্ত কুমার নায়েক নামের ওডিশার বেরহামপুরের এক ব্যবসায়ী। ২০২১ সালের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত স্ত্রী কিরণমালা-কে কিছুতেই ভুলতে পারেননি ৫২ বছরের প্রশান্ত। জীবনের শূন্যতা ঘোচাতে তাই তিনি সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী-র একটি মূর্তি স্থাপন করবেন। যেমন ভাবনা তেমন কাজ। মাটি বা পাথরের নয়, অবিকল যাতে তাঁর স্ত্রী-র মত দেখতে হয়, তাই ওডিশার সেই ব্যবসায়ী সিদ্ধান্ত নেন সিলিকনের মূর্তি বানাতে দেবেন। এরপর আট লক্ষ টাকা খরচ করে নিজের স্ত্রী-র সিলিকনের মূর্তি বসালেন বেহরামপুরের ব্যবসায়ী প্রশান্ত।

বেঙ্গালুরুর এক শিল্পী দেড় বছর ধরে এই মূর্তি বানা। স্বামী-পুত্রর ভালবাসায় সোফার মধ্যে বসে আছে কিরণমালার মূর্তি। মায়ের মূর্তির পাশে বসে তার ছেলে বললেন, "যেন মনে হচ্ছে মা আমাদের সঙ্গেই আছে।" সিলিকনের এই মূর্তি ২৪ ঘণ্টা পরিচর্যা করছেন কিরণালার মেয়ে মেহেক। মায়ের সিলিকন মূর্তির চুল আঁচড়ে দিচ্ছেন, শাড়ি পাল্টানোর কাজ করছেন, গয়না বদলও করছেন এমবিএ-র ছাত্রী মেহেক।

দেখুন সিলিকলনের সেই মূর্তিটি

১৯৯৭ সালে প্রশান্ত ও কিরণামালার বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে আছে।



@endif