Viral: কোভিড বিধি এড়াতে মাঝ আকাশে বিয়ে করে ভাইরাল দম্পতি, দেখুন ভিডিও
করোনাকালে বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন, নাইট কার্ফিউ৷ তার মধ্যেই অভিনব উপায়ে বিয়ে সারলেন মাদুরাইয়ের বর কনে৷ সংক্রমণ ঠেকাতে বিয়ে বাড়িতে ভিড় হবে না, এমনটাই সরকারি নির্দেশ৷
চেন্নাই, ২৪ মে: করোনাকালে বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন, নাইট কার্ফিউ৷ তার মধ্যেই অভিনব উপায়ে বিয়ে সারলেন মাদুরাইয়ের বর কনে৷ সংক্রমণ ঠেকাতে বিয়ে বাড়িতে ভিড় হবে না, এমনটাই সরকারি নির্দেশ৷ তবে আকাশপথে তো আর লকডাউন নেই, তাই প্রিয়জনদের উপস্থিতিতে সেখানেই বসতে পারে বিবাহ বাসর৷ যেমন ভাবা তেমনই কাজ৷ তামিলনাড়ু জুড়ে যখন লকডাউন চলছে তখন মাদুরাইয়ের মিনাক্ষী আম্মান মন্দিরে উপরে চলন্ত বিমানের মধ্যে নববিবাহিতা স্ত্রী দক্ষিণার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিলেন স্বামী রাকেশ৷ এই করোনাকালে ১৬১ জন অতিথির উপস্থিতিতে ধুমাধাম করে বিয়ে (COVID-19 wedding) হল তাঁদের৷ ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ আরও পড়ুন-Coronavirus Cases in India: ৪ হাজারের গণ্ডী টপকে করোনার মৃত্যু মিছিল, আড়াই লাখের নিচে দৈনিক সংক্রমণ
বলা বাহুল্য, বিয়ে নিয়ে মানুষের মনে অনেক স্বপ্ন থাকে৷ তবে করোনাকালে সেসব পূরণ হওয়ার কোনও আশাই নেই৷ প্রিয়জনদের উপস্থিতিতে এখন গাঁটছড়া বাঁধা সম্ভব নয়, তাই অনেকেই বিয়েতে না করছেন আপাতত৷ তবে দীর্ঘদিন ধরে ঠিক করে রাখা বিয়ে তো আর হঠাৎ বলতে বন্ধ হতে পারে না৷ এদিক লকডাউনে নিয়ম ভাঙাও যাবে না৷ তাই বিমান ভাড়া করে চলন্ত আকাশে সকলের উপস্থিতিতে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন মাদুরাইয়ের দক্ষিণা ও রাকেশ৷
সেই মতো মাদুরাই থেকে ব্যাঙ্গালোর গামী স্পাইস জেটের বিমান ভাড়া করে মাঝ আকাশেই বিয়ে সম্পন্ন হয়৷ ব্যাঙ্গোলার থেকে আকাশ পথে ফের বর-কনেকে নিয়ে মাদুরাইয়ে ফেরন ১৬১ জন অতিথি৷ ২ ঘণ্টার জন্য বিমান ভাড়া নিয়ে অভিনব বিয়ে সেরে এখন নেটিজেনদের নজর কেড়েছেন এই নবদম্পতি৷ হু হু করে ভাইরাল সেই ভিডিও৷