Are Apples Injected With Poison? ইঞ্জেকশন দিয়ে প্রতি নিয়ত আপেলে বিষ মেশানো হচ্ছে? ফলের গায়ে গর্ত ঢাকতে লাগানো হচ্ছে স্টিকার? ভয় ধরানো ভিডিয়োর সত্যতা জেনে নিন
আপেলে বিষে মেশোনা হচ্ছে, এমন দাবির সত্যতা যাচাই করতে ফ্যাক্ট চেক করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়, আপেলের গায়ে যে গর্ত থাকছে, তা পোকামাকড় তৈরি করে।
দিল্লি, ৫ নভেম্বর: আপেলের (Apple) গায়ে যে স্টিকার থাকে তা কীসের জন্য? ভাল আপেল বলে বাজারে যে ফলগুলি বিক্রি করা হয়, সেখানে লাগানো স্টিকারের নীচে থেকে কি বিষ দেওয়া হয় ইঞ্জেকশনর মাধ্যমে? সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আপেলে বিষ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে এবং সেই গর্ত থেকে যাতে মানুষের নজর এড়িয়ে যায়, তার জন্য স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। এমন দাবি করা হয়। আপেলে বিষ মেশানো ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, এমন দাবি নিয়ে যে ভিডিয়ো তৈরি করা হয়, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। পাশাপাশি ওই ভিডিয়ো নিয়ে একাধিক দাবি সামনে আসতে শুরু করেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
তবে আপেলে বিষে মেশোনা হচ্ছে, এমন দাবির সত্যতা যাচাই করতে ফ্যাক্ট চেক করা হয়। যেখানে স্পষ্ট জানানো হয়, আপেলের গায়ে যে গর্ত থাকছে, তা পোকামাকড় তৈরি করে। ওই গর্ত কোনও ইঞ্জেকশন দিয়ে তৈরি করা হয় না। অর্থাৎ বাজার চলতি আপেলে বিষ মশানো হচ্ছে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো। মিথ্যে রটনা।
ইঞ্জেকশনের মাধ্যমে আপেলে বিষ মেশানো হচ্ছে বলে যে দাবি করা হয়, তা পুরোপুরি ভুয়ো...
গাছে যখন আপেল থাকে, যে কোনও পোকামাকড় সেখানে গর্ত তৈরি করে দিতে পারে। সেই গর্ত ঢাকতে বিক্রেতারা ইচ্ছে করে আপেলের গায়ে স্টিকার লাগিয়ে দেন। তবে সেখানে কোনও বিষ ইঞ্জেকশনের বিষয় থাকে না বলে স্পষ্ট জানানো হয়।
দেখুন ফ্যাক্ট চেকের ভিডিয়ো, যা ভুয়ো দাবিকে নস্যাৎ করে দেয় এক মুহূর্তে...