Anju in Pakistan : প্রেমের টানে দেশ ছাড়া অঞ্জু ডিনার করছেন সঙ্গীর সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিয়ো
প্রেমের টানে দেশ ছেড়েছেন অঞ্জু। ফেসবুক থেকে পাকিস্তানি যুবকের সঙ্গে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। এরপর রাজস্থানের অঞ্জু (Anju) স্বামী এবং দুই সন্তানকে রেখে প্রেমের টানে পাকিস্তানে পাড়ি দেন।
নয়াদিল্লি : প্রেমের টানে দেশ ছেড়েছেন অঞ্জু। ফেসবুক থেকে পাকিস্তানি যুবকের সঙ্গে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। এরপর রাজস্থানের অঞ্জু (Anju) স্বামী এবং দুই সন্তানকে রেখে প্রেমের টানে পাকিস্তানে পাড়ি দেন। সম্প্রতি অঞ্জুর একটি নতুন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে অঞ্জুকে তাঁর প্রেমিক নাসরুল্লাহ ও আরও কয়েকজনের সঙ্গে একটি টেবিলে খাবার খেতে দেখা যাচ্ছে।
সূত্রে খবর, রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াদি থেকে পাকিস্তানে যাওয়া অঞ্জু এখন অঞ্জু থেকে ফাতিমা হয়েছেন। তিনি সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁর প্রেমিক নাসরুল্লাহকে বিয়ে করেছেন। তাঁরা দুজন এখন খাইবার পাখতুনখোয়ার হরিণ বালা জেলায় বসবাস করছেন।
দেখুন ভিডিয়ো