Gorakhpur University Ruckus: গোরখপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেধড়ক মারধর, ভিডিয়োতে দেখুন ABVP সদস্যদের তাণ্ডবের ভিডিয়ো
বিশ্ববিদ্যালয়ে অনিয়ম চলছে এই অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখাতে গেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন (Student Wing) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা।
গোরখপুর: বিশ্ববিদ্যালয়ে অনিয়ম (Irregularities in the university) চলছে এই অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখাতে গেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ছাত্র সংগঠন (Student Wing) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (Akhil Bharatiya Vidyarthi Parishad) সদস্যরা। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হতে হতে তুমুল গণ্ডগোলের 9 সৃষ্টি হল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরখপুরের অবস্থিত দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে (Gorakhpur's Deen Dayal Upadhyay University)।
এই ঝামেলার ফলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor), রেজিস্ট্রার (Vice-Chancellor), ৩-৪ জন এবিভিপি সদস্য ও কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে এই ঘটনায় ১০ জন এবিভিপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গণ্ডগোলের এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন-চারটে পুলিশ স্টেশনের কর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডগোলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনার প্রতিবাদে নিন্দার মুখর হয়ে উঠেছেন নেটিজেনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম চলছে অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখাতে যায় এবিভিপির সদস্যরা। তারপর জোর করে উপাচার্যের ঘরে ঢুকে ভাঙচুর (ruckus) শুরু করে। তাঁর ঘরের দরজা ভাঙার পাশাপাশি তাণ্ডবও চালায়। শুধু তাই নয়, উপাচার্য ও রেজিস্ট্রারকে মারধরও করে বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তাদের উপরও চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। আরও পড়ুন: Kargil Vijay Divas 2023: ২৪তম কার্গিল দিবস উপলক্ষে তিন বাহিনীর মহিলা সদস্যদের নিয়ে বাইক র্যালি ভারতীয় সেনার
দেখুন ভিডিয়ো: