Every Penny Counts: সব ১ টাকার কয়েন জমিয়ে ২ লক্ষ ৬০ হাজার টাকার বাইক কিনল যুবক
একেই বোধহয় বলে তিলে তিলে স্বপ্নপূরণ। একেই বোধহয় বলে, Every Penny Counts। তিন বছর ধরে এক টাকার কয়েন জমিয়ে জমিয়ে একেবারে দামি একটা বাইক কিনে ফেলল তামিলনাড়ুর সালেমের এক যুবক।
চেন্নাই, ২৮ মার্চ: একেই বোধহয় বলে তিলে তিলে স্বপ্নপূরণ। একেই বোধহয় বলে, Every Penny Counts। তিন বছর ধরে এক টাকার কয়েন জমিয়ে জমিয়ে একেবারে দামি একটা বাইক কিনে ফেলল তামিলনাড়ুর সালেমের এক যুবক। বিন্দু বিন্দুতে সিন্ধু করে একেবারে সব টাকার কয়েন দিয়ে ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে তাঁর স্বপ্নের প্রিয় বাইক কিনে ফেলল সেই যুবক। বাইকের শো রুমে সে পুরো ২ লক্ষ ৬০ হাজার খানা এক টাকার কয়েন নিয়ে গেল। প্লাস্টিকে মোড়া আড়াই লক্ষাধিক এক টাকার কয়েন ঢালা হয় বাইকের শো রুমের মেঝেতে।
তারপর শো রুমের সবাই ভাগ করে গুণতে লাগল কয়েন। এতগুলো কয়েন গোণা তো আর মুখের কথা নয়। পুরো দশ ঘণ্টা ধরে সেই যুবকের কয়েন গণনা শেষ হওয়ার পর তাকে বাইকের চাবি তুলে দেওয়া হয়। এক টাকার কয়েনও যে ফেলনা নয়, সেটা প্রমাণ হল। আরও পড়ুন: ১ মিনিটে ১৯টি চিকেন নাগেটস খেয়ে ইউটিউবে তোলপাড় ফেললেন মহিলা, ভাইরাল ভিডিও
দেখুন টুইট
সেই যুবক জানায়, এক টাকা বলে এই কয়েনগুলো জোগাড় করতে তাকে খুব অসুবিধা করতে হয়নি। তবে শখের বাইকের মালিক হওয়ার জন্য মাঝেমাঝেই তাকে বেশ কিছু জিনিসের লোভ ছাড়তে হয়েছে। তারপর তিন বছরের অপেক্ষা শেষে এক টাকার জমানো কয়েনগুলোই ওর লক্ষ্যপূরণ করে দিল।