Ranu Mondal: কীর্তনের আঙ্গিকে 'তেরি মেরি কাহানি' গাইছেন 'রানু মণ্ডলের বোন'!

কপালে তিলক কাটা, কীর্তনের আঙ্গিকে 'তেরি মেরি কাহানি' (Teri meri Kahani) গাইছেন এক মহিলা। ভাবছেন আবার কি রানু মণ্ডলের নতুন ভিডিয়ো সামনে এল? তবে বলি, একেবারেই না। যিনি তেরি মেরি কাহানি গাইছেন তাঁকে দেখতে প্রায় রানু মণ্ডলের (Ranu Mondal) মতো। সম্প্রতি, অনিত খাখলারি (Anit Khakhlari) নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাঁকে কীর্তনের আঙ্গিকে 'তেরি মেরি কাহানি' গান গাইতে দেখা যাচ্ছে। আলোচ্য বিষয় হল যে মহিলা গানটি গাইছেন তাঁকে দেখতে রানু মণ্ডলের মতো।

(Photo: Facebook)

কলকাতা, ৫ মার্চ: কপালে তিলক কাটা, কীর্তনের আঙ্গিকে 'তেরি মেরি কাহানি' (Teri meri Kahani) গাইছেন এক মহিলা। ভাবছেন আবার কি রানু মণ্ডলের নতুন ভিডিয়ো সামনে এল? তবে বলি, একেবারেই না। যিনি তেরি মেরি কাহানি গাইছেন তাঁকে দেখতে প্রায় রানু মণ্ডলের (Ranu Mondal) মতো। সম্প্রতি, অনিত খাখলারি (Anit Khakhlari) নামে এক ব্যক্তির ফেসবুক পেজ থেকে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাঁকে কীর্তনের আঙ্গিকে 'তেরি মেরি কাহানি' গান গাইতে দেখা যাচ্ছে। আলোচ্য বিষয় হল যে মহিলা গানটি গাইছেন তাঁকে দেখতে রানু মণ্ডলের মতো।

অসমের ধুররীর বাসিন্দা পেশার স্কুল শিক্ষক অনিত খাখলারি নিজেও ভিডিয়োটি পোস্ট করে তাতে লিখেছেন, "রানু মণ্ডলের বোন, নতুন তেরি মেরি কাহানি।'' আর ভিডিয়োটি পোস্ট করতেই তা ভাইরাল। আর ওই মহিলাও সোশাল মিডিয়ার আলোচনায় বিষয়বস্তু হয়ে উঠেছেন। আরও পড়ুন: Coronavirus Scare: করোনাভাইরাসে আর নয় 'হ্যান্ড শেক' এবার বাঁচতে 'ফুট শেক'

নেটিজেনদের অনেকেই ওই মহিলাকে দেখে রানু মণ্ডলের বোন বলেই মনে করছেন। যদিও ওই মহিলার পরিচয় জানা যায়নি। অনিত খাখলারি নিজেও এই বিষয়ে কোনও তথ্য দেননি।



@endif