Viral Video: গায়ে স্কুলের পোশাক, পিঠে ব্যাগ, স্কুটি নিয়ে ধাঁ ছাত্রী, রইল ভাইরাল ভিডিয়ো

তার কথা শুনে স্কুটির চাবি দিয়ে দেন তিনি। এরপরই স্কুটি নিয়ে চম্পট দেয় ধৃত স্কুল ছাত্রী। এই ঘটনায় তাজ্যব বনে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media)ভাইরাল(Viral)হয়েছে একটি ভিডিয়ো(Video)। যাতে দেখা যাচ্ছে স্কুলের(School) জামা পরে দিব্যি স্কুটি(Scooty)  চুরি করে পালাল এক ছাত্রী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বারাণসীর(Varanasi) কবিরনগর এলাকায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ধৃত ছাত্রীর ক্রিয়াকলাপ। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে খুব সহজেই এক ফ্ল্যাটের গেট খুলে স্কুটি নিয়ে পালাল এক ছাত্রী। পরণে সাদা স্কুলের পোশাক, পিঠে ব্যাগ। তদন্তে নেমে জানা যায়, স্কুটির মালিককে ওই কিশোরী স্কুটির চাবি চেয়েছিল। সে দাবি করে তার সাইকেল বের করার জন্য স্কুটিটি সরাতে হবে। তার কথা শুনে স্কুটির চাবি দিয়ে দেন তিনি। আসলে স্কুল ছাত্রী দেখেই বিশ্বাস করে চাবিটি দিয়েছিলেন তিনি পরে তা জানান। কিন্তু তার বিশ্বাসে জল ঢেলে স্কুটি নিয়ে চম্পট দেয় ধৃত স্কুল ছাত্রী। এই ঘটনায় তাজ্যব বনে গিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্কুটি নিয়ে ধাঁ স্কুল ছাত্রী, রইল ভাইরাল ভিডিয়ো