Chandrababu Naidu: আবেগের বাঁধে ভেঙে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে চুম্বনের চেষ্টা মহিলার, লজ্জায় হেসে ফেললেন টিডিপি প্রধান, দেখুন ভিডিয়ো
মুখ্যমন্ত্রীকে একেবারে হাতের সামনে পেয়ে আবেগের বাঁধ ভাঙল। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু-কে একেবারে হাতের সামনে পেয়ে চুম্বনের চেষ্টা করলেন এক মহিলা।
মুখ্যমন্ত্রীকে একেবারে হাতের সামনে পেয়ে আবেগের বাঁধ ভাঙল। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N.Chandrabau Naidu)-কে একেবারে হাতের সামনে পেয়ে চুম্বনের চেষ্টা করলেন এক মহিলা। তা দেখে রীতিমত লজ্জায় পড়ে যান অন্ধ্রের মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষীরা সেই মহিলাকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও, সেই বাঁধা তিনি মানেননি। নিরাপত্তারক্ষীরা বেড়াজাল টপকে ফুলের স্তবক নিয়ে সেই মহিলা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর কাছে পৌঁছে যান। সেখানে এক সরকারী অনুষ্ঠানে গিয়েছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
চলতি বছর জুনে অমরাবতীতে চন্দ্রবাবুর কাছে ছুটে জড়িয়ে ধরতে যান তাঁর এক মহিলা ভক্ত। অন্ধ্র রাজনীতে মহিলা ভোটারদের ভালবাসা বরাবর পেয়ে এসেছেন চন্দ্রবাবু।
চন্দ্রবাবু নাইডুকে চুম্বনের চেষ্টা মহিলার
অন্ধ্র প্রদেশের রাজনীতি তো বটেই দেশের সিংহাসনেও এখন তুরুপের তাস চন্দ্রবাবু নাইডু। ক মাস আগেও দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন। আর এখন বিপুল ভোটে ক্ষমতায় জিতে অন্ধ্রের সিংহাসনে বসেছেন। দেশের রাজনীতিতেও চন্দ্রবাবু এতটাই গুরুত্বপূর্ণ, তিনি এনডিএ বা ইন্ডিয়া- যে শিবিরেই যান তারাই ক্ষমতায় বসবে। চন্দ্রবাবুর সমর্থনেই তৃতীয়বার দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিরুপতির লাড্ডু ইস্যুতে আদালতে ধাক্কা খেলেও অন্ধ্র রাজনীতিতে টিডিপি প্রধানই এখন শেষ কথা। চলতি বছর অন্ধ্রে বিধানসভা নির্বাচনে ১৭৫-টির মধ্যে ১৬৪টি আসনে জিতে ক্ষমতায় আসনে চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র বিধানসভায় এখন চন্দ্রবাবু বিরোধী বিধায়ক সংখ্যা মাত্র ১১। সেখানে গতবার বিধানসভায় মাত্র ২৩টি আসনে জিতেছিলেন তিনি।