UP Viral Video: ‘আমার পড়তে ভালো লাগে...’ ৯২ বছর বয়সী সালিমা শিখছেন খুদে শিক্ষার্থীদের পাশে বসে, দেখুন
বয়স যে সংখ্যা মাত্র তা প্রমাণ করলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের ৯২ বছর বয়সী বৃদ্ধা সালিমা খান।
উত্তরপ্রদেশ: বয়স একটি সংখ্যা মাত্র। ৯২ বছর বয়সী সালিমা খান তা প্রমাণ করলেন। সালিমা এখন উত্তরপ্রদেশের বুলন্দশহরের প্রাথমিক বিদ্যালয়ের (primary school) শিক্ষার্থী। ৯২ বছর বয়সী বৃদ্ধা (92-year-old woman) প্রমাণ করেছেন যে, শেখার কোনও নির্দিষ্ট বয়স হয় না। সালিমা খান প্রতিদিন স্কুলে যান এবং অন্যান্য শিক্ষার্থীদের পাশে বসে পড়াশোনা করেন। প্রায় ছয় মাসের শিক্ষাজীবনে সেলিমা খান পড়তে-লিখতে পারছে। এখন সালিমা খান সহজেই তাঁর নাম লিখতে পারেন এবং ১০০ পর্যন্ত গণনা করতে পারেন। বৃদ্ধা জানান, পড়ালেখার অভাবে সে নোট গুনতে পারত না। তবে এখন আর অসুবিধা হয় না। এখন সে সহজে গুণতে পারে। সালিমার পড়াশোনা করতে ভালো লাগে। তিনি তাঁর পড়াশোনা চালিয়ে জেতে চান।
দেখুন