Video: সকালের খাবার কিনতে দোকানের সামনে দাড়িয়ে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু যুবকের
নীরজ রমেশ চৌহান নামের ব্যক্তিটি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যান।
নয়াদিল্লি: ফের কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু। ভাদোদরা জেলার পাদ্রা শহরের একজন ব্যক্তি একটি খাবারের দোকানের বাইরে মারা যান। ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে। সূত্রে খবর, নীরজ রমেশ চৌহান নামের ব্যক্তিটি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যান, তাঁর বয়স ৪৩ বছর। তিনি পাদ্রার বালিয়াদেব মন্দির এলাকার বাসিন্দা।
ভিডিওতে ওই ব্যক্তিটিকে স্যান্ডউইচের দোকানের কাউন্টারে দাঁড়িয়ে ঘাম মুছতে ও বুকে ঘষতে এবং শার্টের বোতাম খুলতে দেখা যায়। তারপর তাঁকে দোকানের দরজার কাছে একটি পিলারের সাপোর্ট নিতে দেখা যায়। দোকান থেকে বের হওয়ার চেষ্টা করতেই তিনি পড়ে যান। দোকানের ভিতরে বসে থাকা কয়েকজন লোক ওই ব্যক্তিকে সাহায্য করতে ছুটে আসেন। জানা গিয়েছে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দেখুন
পাটাদিয়া হনুমান মন্দিরের কাছে অবস্থিত স্যান্ডউইচের দোকানের বাইরে ওই ব্যক্তির মৃত্যুর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।