Bihar: এ যেন 'রব নে বানা দে জড়ি!' সাড়ে তিন ফুটের বর পেলেন ৪ ফুটের কনে
মাধৌরার লেরুয়ার বাসিন্দা তিন ফুট লম্বা রোহিত (Groom Rohit), বানিয়াপুরের খাবসির বাসিন্দা ৪ ফুটের কনে নেহাকে বিয়ে করলেন।
নয়াদিল্লি: মাধৌরার লেরুয়ার বাসিন্দা তিন ফুট লম্বা রোহিত (Groom Rohit) , বানিয়াপুরের খাবসির বাসিন্দা ৪ ফুটের কনে নেহাকে বিয়ে করলেন। এই বিয়েতে দুই পক্ষের আত্মীয় খুব খুশি। ধুমধাম করে দুজনের বিয়ে হয় এবং গোটা গ্রাম তার সাক্ষী। এই অনন্য বিয়ে জেলা জুড়ে আলোচনার বিষয় এবং বিয়ের ছবি ও ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পাত্রের বড় ভাই অমর কুমার জানান, ছোট ভাই রোহিতকে উচ্চতার কারণে নানা রকম উপহাস ও হয়রানির শিকার হতে হয়েছে। তিনি আরও জানিয়েছেন, রোহিত জওহরলাল নেহেরু কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছেন এবং কম্পাউন্ডিং কাজে পারদর্শী। কনের ভাই জানান, নেহা পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।
আরও পড়ুন : Karnataka: অন্তরঙ্গ ভিডিয়ো ভাইরাল, একইসঙ্গে চরম সিদ্ধান্ত ২ পড়ুয়ার
বিয়ের পর রোহিত ও নেহা গধদেবী মন্দিরে পৌঁছে প্রার্থনার পর মায়ের কাছে নতুন বিবাহিত জীবনের আশীর্বাদ চান। মন্দিরে পৌঁছলে তাঁদের দেখতে ভিড় জমে। রোহিত জানিয়েছেন, তিনি তাঁর স্বপ্নের সঙ্গী খুঁজে পেয়েছেন। এখানে সাড়ে তিন ফুট রোহিত ও চার ফুট নেহার বিয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই অনন্য বিয়ের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।