Python Video : ১৯ ফুট লম্বা অজগর ধরলেন ২২ বছরের যুবক, দেখুন সেই বিস্ময়কর ভিডিও
অজগর সাপের মধ্যে এমন একটি প্রজাতি যে এটি কাউকে একবার ধরলে আর রক্ষে থাকে না।
নয়াদিল্লি : অজগর সাপের মধ্যে এমন একটি প্রজাতি যে এটি কাউকে একবার ধরলে আর রক্ষে থাকে না। তবে ২২ বছর বয়সী যুবকটি এমন কাণ্ড করল যা দেখলে আপনি চমকে উঠবেন। বিশ্বের দীর্ঘতম অজগরটি খালি হাতে ধরেছে এই ছেলে, তাঁর খালি হাতে অজগর (Python) ধরার ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে, যা দেখে আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে।
যুবকটির নাম জ্যাক ভ্যালেরি, তিনি ফ্লোরিডার বাসিন্দা। জ্যাক যে অজগরটিকে ধরেছেন তার দৈর্ঘ্য ১৯ ফুট, ওজন ৫৬.৬ কেজি। সংবাদ সূত্রে খবর অনুযায়ী, এই বিশাল অজগরটি বার্মিজ প্রজাতির, সাপটি এর দৈর্ঘ্যের জন্য পরিচিত। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, ছেলেটি অজগরটিকে ধরতে ছুটে আসছে, কিন্তু পরের মুহূর্তেই অজগরটি তাঁকে ধরে ফেলে। তবে, জেক একা ছিলেন না, সঙ্গে সঙ্গে তার অন্য সঙ্গীরা সাপটিকে কাবু করে ফেলে।
দেখুন টুইট
22 Year old boy caught 19 Feet long Python, WATCH the Frightening Video
.#Python #SankeCather #RescueTeam #ViralVideo #Trending #ViralNews #AsianetNewsable pic.twitter.com/eJscYHWsNk
— Asianet Newsable (@AsianetNewsEN) July 19, 2023