Viral Video: ঘরের ভিতর ফণা তুলছে কোবরা, এক ছোবলেই মৃত সাপুড়ে, দেখুন ভাইরাল ভিডিয়ো
গোটা ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতো ভয়ে কাঁপছে নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিয়োর কমেন্টে, এই ধরনের ঘটনা এড়াতে বর্ষায় সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন কেউ-কেউ।
নয়াদিল্লিঃ বর্ষায় (Monsoon) ঘরে সাপ (Snake) ঢোকার ঘটনা নতুন নয়। বর্ষায় অনেকসময়ই ঘরে ঢুকে পড়ে সাপ। তেমনই একটি ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের (Maharashtra) গোন্দিয়াতে (Gondia)। একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে একটি মস্ত বড় কোবরা। ঘরের ভিতরে একেবারে ফণা তুলে বসে থাকে সে। ঘরের ভিতর কালো কুচকুচে কোবরাকে দেখে আতঙ্কে বাড়ি ছাড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় সাপুড়েকে। এরপরই ঘটে বিপদ। নিজ কৌশলে কোবরাটিকে ধরে তো ফেলেন ওই সাপুড়ে। কিন্তু সাপটিকে বস্তার মধ্যে ঢোকানোর সময় সাপুড়ের হাতে ছোবল দেয় সেটি। তাও নিজের কাজ থামাননি সাপুড়ে। আহত অবস্থায় কোনওরকমে বস্তার মুখ বন্ধ করে দেন পাছে না বেরিয়ে পড়ে সাপটি। তবে এরপরই অসুস্থ হহয়ে পড়েন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় ওই সাপুড়ের।
দেখুন ভাইরাল ভিডিয়ো