সঙ্গমে কতটা এনার্জিটিক ছিলেন? উত্তর দেবে এই ব্লুটুথ কন্ডোম
কন্ডোমে থাকবে ব্লুটুথ। ড্রয়িংরুম, স্টাডি, স্টুডিও, কিচেন ছাড়িয়ে সোজা বেডরুমের আদরে ঢুকে পড়ল টেকনোলজি। একেই বলে স্মার্টনেসের চূড়ান্ত, কী বলেন হেঁ হেঁ।
উফ! ভাবতে পারেন কন্ডোম কি না আপনার গতিবিধি নজরে রাখবে অনেকটা সিসিটিভির মতো? আরে ছ্যা ছ্যা বলে আঁতকে উঠবেন না। সত্যি সত্যিই এমনটা ঘটতে চলেছে। বিলেতে কন্ডোম প্রস্তুতকারী সংস্থা ব্রিটিশ কন্ডোমস(British Condoms) এমনই এক অভিনব কীর্তি স্থাপন করেছে . যেখানে কন্ডোমে থাকবে ব্লুটুথ। ড্রয়িংরুম, স্টাডি, স্টুডিও, কিচেন ছাড়িয়ে সোজা বেডরুমের আদরে ঢুকে পড়ল টেকনোলজি। একেই বলে স্মার্টনেসের চূড়ান্ত, কী বলেন হেঁ হেঁ।
কন্ডোম মানেই সকলে মনে করেন, জন্ম নিয়ন্ত্রণ ও যৌনরোগ প্রতিরোধের একটি প্রতিষেধক। সত্যিই কি শুধু এই কাজ করে কন্ডোম? ‘ব্রিটিশ কন্ডোমস’ সংস্থার তরফে জানানো হয়, তাদের তৈরি এই অত্যাধুনিক ‘স্মার্ট কন্ডোম’টি জন্ম নিয়ন্ত্রণ বা যৌনরোগ প্রতিরোধ কোনওটাই করতে পারবে না। কারণ, এটি শুধুমাত্র একটা রিং! এই স্মার্ট কন্ডোমটি দেখতে ছোট একটি গোলাকার যন্ত্রের মতো৷ যেটি পুরুষাঙ্গের পরার জন্যে তৈরি করা হয়েছে এবং এই কন্ডোমের সঙ্গে যুক্ত রয়েছে একটি ব্লু-টুথ(Bluetooth smart condom)৷ তবে সাধারণ কন্ডোমের বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এটিকে তৈরি করা হয়নি৷ আর চাইলেও করা যাবে না৷
রতিক্রিয়ার সময় আপনার গতিবেগ কত ছিল, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিতে পারে এই যন্ত্রটি৷ এখানেই শেষ নয়, কোন পজিশন আপনি বেশি ব্যবহার করেছেন, সঙ্গমকালে আপনার কত ক্যালোরি এনার্জি নষ্ট হল, আপনার যৌনাঙ্গের তাপমাত্রা কত ছিল এবং মোট কতবার যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছেন সবটাই নাকি হিসাবে রাখবে এই স্মার্ট কন্ডোমটি৷ ইতিমধ্যে ‘আই-ক্যান’ নামের একটি স্মার্ট কন্ডোমটি বাজারে নিয়ে এসেছে ব্রিটিশ কন্ডোমস নামের কোম্পানিটি৷ এর মূল্য ৫৯.৯৯ পাউন্ড। সঙ্গে মিলবে এক বছরের ওয়ারেন্টি। রয়েছে মাইক্রোইউএসবি তার৷ যার সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ডিভাইসটিকে।