Vishwakarma Puja 2024 Wishes In Bengali: প্রিয়জনদের পাঠিয়ে দিন বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছাবার্তা

বিশ্বকর্মা পুজোর দিন বাংলার আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি, প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।

Vishwakarma Puja (Photo Credit: File Image)

কলকাতা: বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2024) উপলক্ষে মেতে উঠেছে বাংলার মানুষ। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই। প্রচলিত বিশ্বাস অনুসারে, ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন বিশ্বকর্মা এটিকে সজ্জিত ও সুন্দর করার কাজ করেছিলেন। এই ভক্তির অনুভূতি নিয়েই যে কোনো কাজের নির্মাণ ও সৃষ্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশ্বকর্মা জয়ন্তী পালন করেন মহা আড়ম্বরে। বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয়, সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। বিশ্বকর্মা পুজোর দিন বাংলার আকাশে রংবেরঙের ঘুড়ি ওড়ানো হয়।

বিশ্বকর্মা পুজোর দিনক্ষণ- এই বছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (বাংলায় ৩১ ভাদ্র), মঙ্গলবার। এই দিনে পুজোর শুভ সময় সকাল ১১ টা ০৮ মিনিট থেকে ০১ টা ৪৩ মিনিট পর্যন্ত।

বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja) উপলক্ষে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা-

 

 

 

 



@endif