Vishwakarma Puja 2023 Wishes In Bengali: আজ স্বয়ম্ভূ এবং বিশ্বের স্রষ্টা বিশ্বকর্মার পুজো, সকাল সকাল আত্মীয় পরিজন বন্ধুবান্ধবকে পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা

চলতি বছরের পুজোর শুভ সময় সকাল ৭ টা ৫০ মিনিট থেকে দুপুর ১২ টা ২৬ মিনিট পর্যন্ত। আবার দুপুর ১টা বেজে ৫৮ মিনিট থেকে বিকেল ৩টে বেজে ৩০ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়।

আসছে দুর্গাপুজো। সাজো সাজো রব চারদিকে, তারই আগে অবশ্য বিশ্বকর্মা পুজোয় মেতে উঠবে বাংলার আনাচেকানাচে। দুর্গাপুজোর সূচনা যেন এই দেবতার পুজোর হাত ধরেই।প্রচলিত বিশ্বাস অনুসারে, ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন বিশ্বকর্মা এটিকে সজ্জিত ও সুন্দর করার কাজ করেছিলেন। এই ভক্তির অনুভূতি নিয়েই যে কোনো কাজের নির্মাণ ও সৃষ্টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশ্বকর্মা জয়ন্তী পালন করেন মহা আড়ম্বরে।

সচরাচর ১৭ সেপ্টেম্বর করে প্রতিবছর বিশ্বকর্মা পুজো হয়। ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিভিন্ন অফিসের কর্মীরা মেতে ওঠেন বিশ্বকর্মার পুজোয়।তবে এবার পুজোর তারিখ পাল্টে গিয়েছে।পঞ্জিকা মতে  ১৭ সেপ্টেম্বরের বদলে বাংলায় এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে  আজ  ৩১ ভাদ্র, সোমবার (১৮ সেপ্টেম্বর)। তাই আজ  সোমবার অফিসে অফিসে পুজো হবে বিশ্বকর্মার। বাংলার আকাশে আকাশে উড়বে রংবেরঙের ঘুড়ি। চপুজোর শুভ সময় সকাল ৭ টা ৫০ মিনিট থেকে দুপুর ১২ টা ২৬ মিনিট পর্যন্ত। আবার দুপুর ১টা বেজে ৫৮ মিনিট থেকে বিকেল ৩টে বেজে ৩০ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময়।

এই শুভ দিনে বাংলায় শুভেচ্ছা, উদ্ধৃতি, হোয়াটসঅ্যাপ বার্তা, জিআইএফ শুভেচ্ছা, ফটো এসএমএস এর মাধ্যমে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানাতে পারেন আপনিও।



@endif