Vegetable-Themed Condoms: সবজির গন্ধে ভরপুর, বাজারে আসছে 'ভেজিটেবল থিমড' কন্ডোম

রিলেট নামে এক যৌন সচেতনতা কেন্দ্রের তরফে কবন্ডোমের এই নয়া রূপ প্রকাশ্যে আনা হচ্ছে। সবজি বাগানের বীজ যে সমস্ত প্যাকেটে থাকে, তার আদলেই তৈরি হচ্ছে কন্ডোম কভার। অর্থাৎ হঠাৎ করে দেখলে আপনি ধরতেই পারবেন না, সবজির বীজ না কন্ডোমের প্যাকেট রয়েছে আপনার চোখের সামনে।

Vegetable-Themed Condoms (Photo Credit: ANI/Twitter)

যৌন জীবনে আরও রং ঢালতে এবং নিয়ন্ত্রিত যৌন জীবনযাপনে এবার 'ভেজিটেবল-থিমের' কন্ডোম (Condom) আসছে বাজারে। এতদিন পর্যন্ত 'ফ্রুট ফ্লেভারড' কন্ডোম মিলত। এবার সেখানে 'ভেজিটেবল থিমড' কন্ডোম (Vegetable-Themed Condoms) বাজারে আসার খবর প্রকাশ্যে আসছে। দিন যত এগোচ্ছ, তত যৌন জীবনযাপনে মানুষের অন্য রকম প্রবণতা ধরা পড়ছে। সেই কারণে এবার যৌন জীবনযাপনে নতুন করে মাত্রা যোগ করতে 'ভেজি' কন্ডোমের ধারণা প্রকাশ্যে আসছে।

রিলেট নামে এক যৌন সচেতনতা কেন্দ্রের তরফে কবন্ডোমের এই নয়া রূপ প্রকাশ্যে আনা হচ্ছে। সবজি বাগানের বীজ  যে সমস্ত প্যাকেটে থাকে, তার আদলেই তৈরি হচ্ছে কন্ডোম কভার। অর্থাৎ হঠাৎ করে দেখলে আপনি ধরতেই পারবেন না, সবজির বীজ না কন্ডোমের প্যাকেট রয়েছে আপনার চোখের সামনে।

আরও পড়ুন:  Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত প্রায় ৬.৫ লক্ষ মানুষ, গত ২৪ ঘণ্টায় মৃত ২

অনিয়ন্ত্রিত যৌন জীবনযাপন রুখতে 'ভেজিটেবল থিমড' কন্ডোম বাজারে আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যৌন অসুখ রোধ করতেও এই ভেজিটেবল থিমড কন্ডোমের প্রচার ব্রিটেনে করা হচ্ছে।