Swami Vivekananda Death Anniversary: স্বামী বিবেকানন্দের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রইল তাঁর বিশেষ বাণী

জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী।

Swami Vivekananda Quotes (File Image)

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) দৃপ্ত বাণী ও জীবসেবার ধর্ম উদ্বুদ্ধ করে তোলে গোটা বিশ্বের তরুণ সমাজকে। মানুষের দুঃখ-দুর্দশা দূর করার মধ্যে দিয়েই ঈশ্বরলাভ সম্ভব, এই দর্শনকেই প্রতিষ্ঠা করেন তিনি‌। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতায় জন্মগ্ৰহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজী। তিনি বলেছেন, ‘যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।’ ১৯০২ সালের ৪ জুলাই তিনি পরলোক গমন করেন স্বামী বিবেকানন্দ। মহান দার্শনিক ও ধর্মচিন্তক স্বামী বিবেকানন্দের ১২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার জন্য রইল তাঁর কিছু বিশেষ বাণী।

Swami Vivekananda Quotes (File Image)

 

Swami Vivekananda Quotes (File Image)

 

Swami Vivekananda Quotes (File Image)

 

Swami Vivekananda Quotes (File Image)

 

Swami Vivekananda Quotes (File Image)