Swami Vivekananda Death Anniversary 2023: স্বামীজির প্রয়াণ দিবসে তারই অমোঘ বাণী দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন লেটেস্টলি বাংলার
১৯০২ সালে ২ জুলাই, নিবেদিতাকে নেমন্তন্ন করে পরম যত্নে নিজের হাতে করে খাইয়েছিলেন তিনি। বারে বারে নানাভাবে ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে বুঝতে পারেননি যে, স্বামীজী নিজেই মহাপ্রয়াণের কথা বলছেন। গুরুর মৃত্য়ুর পর তাঁর কথাগুলি স্মরণ করে বুঝতে পারেন।
আজ ভারতীয় বেদান্ত দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। সারা বিশ্বের হিন্দুধর্ম ও দর্শন প্রচারে একলব্য বীর সন্ন্যাসীর দেহত্যাগ হয় ১৯০২ সালের ৪ জুলাই।আশ্চর্যের বিষয় হল, স্বামীজীর একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে মৃত্যুর তিনদিন আগেই নিজের মৃত্য়ুর ইঙ্গিত দিয়েছিলেন স্বামীজি। ১৯০২ সালে ২ জুলাই, নিবেদিতাকে নেমন্তন্ন করে পরম যত্নে নিজের হাতে করে খাইয়েছিলেন তিনি। বারে বারে নানাভাবে ইঙ্গিত দিলেও সেই মুহূর্তে বুঝতে পারেননি যে, স্বামীজী নিজেই মহাপ্রয়াণের কথা বলছেন। গুরুর মৃত্য়ুর পর তাঁর কথাগুলি স্মরণ করে বুঝতে পারেন। মাত্র ৩৯ বছরে তাঁর নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও চিরন্তন হয়ে রয়েছে তাঁর অমর বাণী। আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে রইল তাঁর সেই বাণী দিয়ে সাজানো শুভেচ্ছা বার্তা-