Summer Hair Care: গ্রীষ্ম কাল শুরু হওয়ার আগেই শুরু করুন চুলের যত্ন, এখন থেকে করুন এই কাজগুলো...

আর মাত্র কয়েক দিন, তারপরই শুরু হয়ে যাবে গ্রীষ্মের মরসুম। গরম আবহাওয়ায় ঘাম বা অন্যান্য সমস্যার কারণে এই ঋতুটি তেমন কারোরই খুব একটা ভালো লাগে না। এই সময় চুল ও ত্বকের জন্য বেশি ক্ষতিকর হয়। এজন্য নিয়মিত বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। কড়া সূর্যালোক এবং গরম আবহাওয়ার কারণে চুল শুষ্ক হয়ে যায়। এমনকি উজ্জ্বলতা হারাতে শুরু করে চুল। এছাড়া আমাদের কিছু ভুল সিদ্ধান্ত, যেমন চুলে তেল না লাগানো, চুলে যেকোনো শ্যাম্পু লাগানো, এই সব কারণে চুল নষ্ট হয়ে যায়। গ্রীষ্ম আসতে এখনও কিছু সময় বাকি রয়েছে। তাই এখন থেকেই নিজের রুটিনে কিছু কাজ যুক্ত করলে চুলকে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে বাঁচানো সম্ভব।