IPL Auction 2025 Live

Shaheed Diwas 2024 Messages In Bengali: দেশের স্বার্থে হাসিমুখে ফাঁসির দড়ি যারা পড়েছিলেন,তাদের আত্মবলিদানের দিনেই

১৯৩১ সালের ২৩ মার্চ ভগৎ সিংহ, শিবরাম রাজগুরু, সুখদেব থাপর এই তিন স্বাধীনতা সংগ্রামীদের তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝোলায় তাঁদের। হাসিমুখে লাহৌর জেলে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেন তাঁরা। সেই থেকেই আজকের দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়।

নিজ স্বার্থ নয়, দেশের স্বার্থে হাসিমুখে ফাঁসির দড়ি গলা পরতে যারা দু'বার ভাবেননি। সেই ভগৎ সিংহ, শিবরাম রাজগুরু, সুখদেব থাপর এই তিন স্বাধীনতা সংগ্রামীদের স্মরণেই ২৩ মার্চ দিনটি শহিদ দিবস (Shaheed Diwas 2024) হিসেবে পালিত হয় গোটা দেশে।

আজ সেই  শহিদ স্মরণের দিন (Shaheed Diwas History)। জাত, ধর্ম, বর্ণের নিরিখে বিভাজন নয়, সকলের জন্য স্বাধীনতা অর্জনই ছিল লক্ষ্য।  তাই দেশের জন্য তাই আত্মবলিদান দিতে পিছপা হননি তাঁরা। ১৯৩১ সালের ২৩ মার্চ দেশের এই তিন মহান স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। তৎকালীন ব্রিটিশ সরকার ফাঁসিতে ঝোলায় তাঁদের। হাসিমুখে লাহৌর জেলে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেন। সেই থেকেই আজকের দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়।

স্বাধীনতার ৭৬ বছর পরেও আত্মবলিদান অমর করে রেখেছে তিন বীর বিপ্লবীকে। তাঁদের স্মৃতিতেই আজকের এই  বিশেষ দিনে প্রিয়জনদের শেয়ার করুন লেটেস্টলি( LatestLY) বাংলার শ্রদ্ধাঞ্জলি কার্ড।