IPL Auction 2025 Live

Saraswati Puja 2023: বাগ্-দেবীর আরাধনায় সরস্বতী পুজো ২০২৩ উপলক্ষে শেয়ার করুন এই শুভেচ্ছাপত্রগুলি

হলুদ পাজামা-পাঞ্জাবি, শাড়িতে সাজবে তরুণ-তরুণীরা সঙ্গে বাগ্দেবীর আরাধনায় কচিকাঁচারাও সকাল সকাল অঞ্জলি দিতে ছোটে স্কুলে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে হবে আরাধনা, সঙ্গে খাওয়াদাওয়া।

নতুন বছরে প্রথম যে পুজো সবচেয়ে ঘটা করে উদযাপন করা হয় তা হল সরস্বতী পুজো (Saraswati Puja 2023)। সমস্ত স্কুল, কলেজ, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। বলা যায় বছরের উৎসবের শুরুই হয় এই পুজো দিয়ে। বাঙালির বারো মাসে তেরো পার্বন। সরস্বতী পুজো আবার বাঙালির 'ভ্যালেন্টাইন্স ডে'-ও বটে। হলুদ পাজামা-পাঞ্জাবি, শাড়িতে সাজবে তরুণ-তরুণীরা সঙ্গে বাগ্দেবীর আরাধনায় কচিকাঁচারাও সকাল সকাল অঞ্জলি দিতে ছোটে স্কুলে। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে হবে আরাধনা, সঙ্গে খাওয়াদাওয়া।

রাত পেরোলেই বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজোর আগে  এই দিনটিকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলি।