Research on Cancer: ভারতে ২০ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হয় ৪০ বছরের কম বয়সীরা: গবেষণা
একটি নতুন গবেষণায় দেখা গেছে যে ভারতে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কম বয়সীরা। ২০ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হয় ৪০ বছরের কম বয়সী পুরুষ ও মহিলারা। দিল্লি-ভিত্তিক সংস্থা 'ক্যান্সার ফ্রি ইন্ডিয়া ফাউন্ডেশন'-এর তরফে করা হয়েছে একটি নতুন গবেষণা। এতে জানা গিয়েছে ভারতে ২০ শতাংশ ক্যান্সারে আক্রান্ত ৪০ বছরের কম বয়সীদের মধ্যে রয়েছে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ মহিলা৷
সবচেয়ে বেশি আনুমানিক ২৬ শতাংশ মাথা ও ঘাড়ের ক্যান্সারের ঘটনা উঠে এসেছে ভারতে। এরপর আনুমানিক ১৬ শতাংশ দেখা গিয়েছে কোলন, পাকস্থলী এবং লিভারের ক্যান্সার। সবশেষে ১৫ শতাংশ স্তন ক্যান্সার এবং ৯ শতাংশ ব্লাড ক্যান্সারের ঘটনা উঠে এসেছে এই গবেষণায়।
তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্যান্সার সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে অনিয়ম জীবনধারাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আল্ট্রা-প্রসেসড খাবারের প্রতি ক্রমবর্ধমান প্রবণতা ক্যান্সারের ঘটনা বাড়িয়ে তুলেছে, যার কারণে তরুণ প্রজন্মের মধ্যে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। এটি প্রতিরোধ করার জন্য, সকলের একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা উচিত। এছাড়া তামাক এবং অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।