Ram Bhajans Shared by PM Modi: রাম আয়েঙ্গে থেকে সারে ধাম সাজে হে, যে সব রামভজন মোদীর মন জিতছে
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ১১ দিন আগে থেকে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার উপচারের জন্য বিশেষ উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
Ram Bhajans Shared by PM Narendra Modi: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ১১ দিন আগে থেকে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার উপচারের জন্য বিশেষ উপবাসের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
রাম মন্দির উদ্বোধনের আগে রামভজ মেতেছেন মোদী। ক দিন ধরেই মোদী তাঁর সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভজন শেয়ার করেছেন।
দেখুন মোদীর টুইট
রাম মন্দির উদ্বোধনের আবহে শুনুন সেইসব রাম ভজন
রাম আয়েঙ্গে (Raam Aayenge)
রাম আয়েঙ্গে নামের এই রাম ভজনটি গেয়েছে স্বাতী মিশ্র। গত ৩ জানুয়ারি গানটি রিলিজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভজনটি শেয়ার করেছেন।
মেরা ঘর রাম আয়া হে
জুবিন নাউতিয়ালের গাওয়া এই গানটি সবার বেশ পছন্দের হয়ে গিয়েছে।
রাম আয়েঙ্গে, রাম আয়েঙ্গে
যুগ রামরাজ কা আ গায়া
অযোধ্যা মে জয়কারা গুঞ্জে
সবমে তুমে পুকারা শ্রীরাম জি
अवध नगरिया में रामजी पधारे...
অবোধ নগরিয়া মে রামজি পধারে
श्रीरामचंद्र कृपालु भजु मन...
শ্রীরামচন্দ্র কৃপালু ভজু মন...
হর ঘর মন্দির ঘর উতসব
আগামী ২২ জানুয়ারি, সোমবার রামমন্দিরে রামলাল্লার প্রাণপ্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।