Rabindra Jayanti 2023 Wishes In Bengali: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বিশেষ বাংলা শুভেচ্ছা পত্রে জানান শুভেচ্ছা,শেয়ার করুন ওয়ালপেপার, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে

বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে।

Rabindra Jayanti 2023 Wishes( Photo Credit: File Photo)

১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। বিশ্বসাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি। বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ-প্রসারে তাঁর অবদান অসামান্য। বাঙালির মননে ও সংস্কৃতি-কৃষ্টিতে তিনি চিরস্মরণীয়। শুধু সাহিত্য ও সংস্কৃতিই নয়, দর্শন, পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অগ্রপথিকের ভূমিকা পালন করেছিলেন তিনি।

বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী,, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী ও দার্শনিক। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে। তাঁর লেখা গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক- তাঁর বাণী আজও আমাদের উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে।

আজকের এই পূণ্য দিনে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা পাঠিয়ে সকলের সঙ্গে ভাগ করে নিন এই দিনের আনন্দ। লেটেস্টলি বাংলার  হোয়াটসঅ্যাপ মেসেজ, ছবি, এইচডি ওয়ালপেপার এবং আমাদের তৈরি করা উদ্ধৃতি সকলকে পাঠাতে পারেন এক ক্লিকে।

Rabindra Jayanti 2023 Wishes( Photo Credit: File Photo)
Rabindra Jayanti 2023 Wishes( Photo Credit: File Photo)
Rabindra Jayanti 2023 Wishes( Photo Credit: File Photo)
Rabindra Jayanti 2023 Wishes( Photo Credit: File Photo)