Shortest Man: ভিডিয়ো দেখে চিনে নিন বিশ্বের ক্ষুদ্রতম মানুষকে

মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি উচ্চতা নিয়ে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন মানুষের তকমা পেলেন ২০ বছর বয়সি আফসিন (Afshin)।

নয়াদিল্লি : বিশ্বের ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল ইরানের আফসিন ইসমাঈল গাদেরজাদেহের। মাত্র ২ ফুট ১.৬ ইঞ্চি উচ্চতা নিয়ে পৃথিবীর সবচেয়ে কম উচ্চতাসম্পন্ন মানুষের তকমা পেলেন ২০ বছর বয়সি আফসিন (Afshin)।

আফশিন ইরানের পশ্চিম আজারবাইজানের বুকান কাউন্টির বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য দুবাই যেতে হয়েছিল আফসিনকে। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ৩ বার আলাদাভাবে তার উচ্চতা মাপা হয়। তারপর তাঁকে পৃথিবীর খুদ্রতম মানুষ হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে এই রেকর্ড ছিল কলম্বিয়ার ৩৬ বছর বয়সি অ্যাডওয়ার্ড নিনো হার্নান্দেজের। তবে আফসিনের উচ্চতা তাঁর থেকেও ৭ সেন্টিমিটার (২.৭ ইঞ্চি) কম। আফসিনের ভিডিওটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book Of World Records)  সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে।

দেখুন টুইট :



@endif