April Fool's Day: এপ্রিল ফুল। হাসির দিন, মজার মুহূর্ত। জেনে নিন এর ইতিহাস।

সারা বিশ্বের মানুষের জন্য হাসির দিন হিসেবে পরিচিত ১ এপ্রিল দিনটি। এই দিনটি "এপ্রিল ফুল" হিসেবে উদযাপিত হয়। দিনের শুরু থেকেই মজা এবং ঠাট্টার মাধ্যমে আনন্দ চলতেই থাকে। বন্ধুবান্ধব, পরিবার, সহকর্মী, এমনকি অপরিচিতদেরও ঠকানো হয় নানা রকম মজার ও হাস্যকর উপায়ে।

এপ্রিল মাসের প্রথম দিনটিতে একটু সজাগ থাকতে হয়। কারণ ঠকে যাওয়ার ভয় থাকে। ফোন আসলে সাবধানে কথা বলা। কোন কিছুতে ঘাবড়ে না যাওয়া। পদে পদে বন্ধু-আত্মীয়, প্রতিবেশী বা পরিচিতদের কাছে মজার ছলে ঠকে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা এপ্রিল ফুল করে মজা পায়। সারা বিশ্বের মানুষের জন্য হাসির দিন হিসেবে পরিচিত ১ এপ্রিল দিনটি। এই দিনটি "এপ্রিল ফুল" হিসেবে উদযাপিত হয়। দিনের শুরু থেকেই মজা এবং ঠাট্টার মাধ্যমে আনন্দ চলতেই থাকে। প্রতিটি বছর, এইএ দিনটিতে বন্ধুবান্ধব, পরিবার, সহকর্মী, এমনকি অপরিচিতদেরও ঠকানো হয় নানা রকম মজার ও হাস্যকর উপায়ে।

তবে, এই দিনটিতে কেন এত অপরকে বোকা বানায় তার কোন সঠিক তথ্য না থাকলেও বেশকিছু ইতিহাস তো অবশ্যই রয়েছে।

অনেকের মতে ১৬শ শতকের ফ্রান্সে এপ্রিল ফুলের উৎপত্তি। তখন ফ্রান্সের নববর্ষ ১ এপ্রিল ছিল, কিন্তু ১৫৮২ সালে পোপ গ্রেগরি XIII গ্রেগরীয় ক্যালেন্ডার চালু করেন, যার মাধ্যমে নববর্ষ ১ জানুয়ারি করা হয়। তবে, যারা নতুন ক্যালেন্ডারের খবর পায়নি, তারা তখনও ১ এপ্রিল নববর্ষ উদযাপন করতেন। তাদের ঠাট্টা করতে, অন্যান্যরা ১ এপ্রিল তাদের "এপ্রিল ফুল" নামে ডাকা শুরু করে। এই দিনটিতে তাদের বোকা বানানোর জন্য পরিচিতরা মিথ্যা তথ্য দিত এবং মজা করত। শুরু নাকি তখন থেকেই।

তবে কিছু কিছু দেশে আবার বিশেষ উৎসবের আকারে এবং নির্দিষ্ট একটি ঐতিহ্য মেনে এপ্রিল ফুল করা হয়। অনেকের মতে এভাবেই এপ্রিল ফুল শুরু হয়েছিল। যেমন ফ্রান্সে এপ্রিল মাসে মানুষ একে অপরকে কাগজের ছাপা মাছের ছবি পিঠে লাগিয়ে দিয়ে একে অপরকে ঠকানোর চেষ্টা করত। এভাবেই তারা আনন্দ উপভোগ করত।

রোমানরা প্রতিবছর ২৫ মার্চ হিলারিয়া (Hilaria) নামে একটি উৎসব পালন করতেন। এই উৎসব আবার একটু অন্য রকম‌। তারা ছদ্মবেশ ধারণ করত এবং নানা ধরনের মজা করত। এপ্রিল ফুলের সঙ্গে এর অনেকটাই মিল আছে।

অনেকে বলেন, এপ্রিল মাসে আবহাওয়ার খামখেলিপনা দেখা যায় । কখনো ঠান্ডা, কখনো গরম। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। অস্থির এই আবহাওয়ার দেখে মানুষ মজা করতে শুরু করে। একে অপরকে বোকা বানানো সংস্কৃতি চালু করে থাকতে পারে বলে অনেকে মনে করেন।

বিশ্বব্যাপী এই দিনটি নানা দেশে নানা ভাবে উদযাপিত হয়। কেউ মজা করে কারও কাছে হাস্যকর খবর পৌঁছে দেয়, আবার কেউ সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুয়া খবর ছড়িয়ে দেয়। এই দিন মজাদার কনটেন্ট শেয়ার করেন অনেকেই।

তবে, এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। কোন মজা যেন কারোর ক্ষতির কারণ না হয়ে ওঠে। কোন সিরিয়াস বিষয় নিয়ে মজা করতে গিয়ে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। কারোর অনুভূতিতে আঘাত লাগবে পারে এমন কোন বিষয় নিয়ে এপ্রিল ফুল করা উচিত নয়। খেয়াল রাখতে হবে কারও প্রতি বিরক্তি বা ক্ষতি যেন না হয়। এই দিনটির উদ্দেশ্য শুধুমাত্র মজা এবং আনন্দ ভাগ করে নেওয়া।

এপ্রিল ফুল আমাদের শেখায় যে, জীবনে হাসি ও মজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, এই দিন আনন্দের সাথে উপভোগ করুন, তবে সতর্ক থাকুন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement