IPL Auction 2025 Live

Netaji Janma Jayanti 2024: তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো- নেতাজির জন্মদিনে লেটেস্টলি বাংলার শ্রদ্ধার্ঘ

পরাধীন ভারতমাতার শৃঙ্খল খুলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুভাষচন্দ্র ছিলেন মহাত্মা গান্ধীর বিপরীত মতাদর্শী।তিনি মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন।

Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media

সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা।আজ তার শুভ জন্মদিন। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওড়িশার কটক শহরে (ওড়িয়া বাজার)তিনি জন্মগ্রহণ করেন। পরাধীন ভারতমাতার শৃঙ্খল খুলতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সুভাষচন্দ্র ছিলেন মহাত্মা গান্ধীর বিপরীত মতাদর্শী।তিনি মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয়। এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতী ছিলেন। তিনি যেভাবে দেশের জন্য কাজ করেছেন, ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব । যদিও তার মৃত্যুদিন নিয়ে অনেক বিতর্কিত মতবাদ রয়েছে । কিন্তু একটা কথা আছেনা, দেশপ্রেমের কখনো মৃত্যু হয়না । তিনি চিরকাল প্রতিটি ভারতবাসীর হৃদয়ে বিদ্যমান থাকবেন আমাদের মনের মণিকোঠায়।

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৮-তম জন্মবার্ষিকীতে তাঁর উক্তিগুলি আপনার পরিবার,  বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে পাঠিয়ে দিন এই বাংলা Wishes, Facebook Greetings, WhatsApp Status, এবং SMS এর মাধ্যমে।

Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media
Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media
Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media
Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media
Netaji Janma Jayanti 2024 Images Representational Images- Latestly Media