Muharram Moon Sighting 2021, Chand Raat Live News Updates: ভারত, ইরানে ইসলামিক নববর্ষের ঘোষণা আজ

আজ হায়দরাবাদে চাঁদ দেখা গেল না। ইসলামিক নববর্ষের ঘোষণা শীঘ্রই হবে। হায়দরাবাদে মহরমের চাঁদ দেখা গেল না। ইসলামিক নববর্ষের দিন নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।

নতুন দিল্লি, ৯ অগাস্ট: আজ হায়দরাবাদে চাঁদ (Muharram Moon Sighting 2021) দেখা গেল না। ইসলামিক নববর্ষের ঘোষণা শীঘ্রই হবে। হায়দরাবাদে মহরমের চাঁদ দেখা গেল না। ইসলামিক নববর্ষের দিন নিয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। লখনউতেও মহরমের চাঁদ দেখা যায়নি। ফলে ইসলামিক নববর্ষের দিন নিয়ে সিদ্ধান্ত হয়নি।

ইন্দোনেশিয়ায় মহরমের শুরু হয়েছে। ইসলামিক নববর্ষের ঘোষণা করলেন দেশের প্রেসিডেন্ট জোকো উইডোডো।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরবআমিরশাহি, ইরাক, কাতার, বাহারিন, ওমান ও অন্যান্য আরব দেশগুলিতে ইসলামিক নববর্ষ শুরু হয়েছে।