Magh Bihu 2023 Wishes In Bengali: রবিবার মাঘ বিহু, উৎসবের দিনে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছাবার্তা; শেয়ার করুন Facebook, WhatsApp, Twitter ও Messenger এ
আহোম রাজার রাজত্বকালে বর্ণাঢ্য এবং রাজকীয় পৃষ্ঠপোষকতায় মাঘ বিহু পালন করা হয়েছিল বলে কথিত আছে। এই সময় রংঘড় প্রাঙ্গনে নানান রকমের ক্রীড়ার আয়োজন করা হয়ে থাকত। আহোম রাজা সেই স্থানে উপস্থিত থেকে এই উৎসব উপভোগ করে থাকতেন।
বিহু অসমের জাতীয় উৎসব। বিহুর এক বিশেষ বৈশিষ্ট্য হল এই উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে উদ্যাপন করেন।বিহু মূলতঃ এক কৃষি ভিত্তিক উৎসব। মূলত তিন প্রকার বিহু উৎসব পালিত হয়, এগুলি হল ব’হাগ বিহু বা রঙ্গালী বিহু, কাতি বিহু বা কঙ্গালী বিহু এবং মাঘ বিহু বা ভোগালী বিহু। এই মকর সংক্রান্তিতে পালিত হয় মাঘ বিহু বা ভোগালি বিহু।আহোম রাজার রাজত্বকালে বর্ণাঢ্য এবং রাজকীয় পৃষ্ঠপোষকতায় মাঘ বিহু পালন করা হয়েছিল বলে কথিত আছে। এই সময় রংঘড় প্রাঙ্গনে নানান রকমের ক্রীড়ার আয়োজন করা হয়ে থাকত। আহোম রাজা সেই স্থানে উপস্থিত থেকে এই উৎসব উপভোগ করে থাকতেন।
উৎসবের আবহে সকলকে শুভেচ্ছা জানাতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা পত্র।