International Condom Day 2024: আন্তর্জাতিক কনডম দিবসের আগেই জেনে নিন 'পুরুষ-মহিলা কনডম' সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

Condom (Photo Credit_Twitter)

প্রতি বছর ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-র একদিন আগে, গোটা বিশ্বে পালন করা হয় ‘আন্তর্জাতিক কনডম দিবস’ (World Condom Day 2024)। আগে মানুষ এবিষয়ে খোলামেলা কথা বলতে দ্বিধাবোধ করতেন। কিন্তু বর্তমান যুগে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য আয়োজন করা হয় নানা ধরনের অনুষ্ঠান।

সকল মানুষের যৌনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। যৌন রোগ থেকে রক্ষার জন্য মানুষকে জাগরুক করার জন্য রয়েছে কন্ডোমেরও দিন। ১৪ ফেব্রুয়ারি হল আন্তর্জাতিক কনডম দিবস। কনডম অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করার পাশাপাশি রক্ষা করে যৌনবাহিত রোগ (STDs) থেকেও। বর্তমান যুগে নিরাপদ যৌনতার জন্য শুধুমাত্র পুরুষরাই নয়, নারীরাও কনডম ব্যবহার করে থাকে।

কিন্তু এই যুগে এসে হয়তো প্রায় সবার মনেই একটা প্রশ্ন জাগে যে কোনটা ভালো? পুরুষ কনডম নাকি মহিলা কনডম? প্যাকের নির্দেশাবলী অনুযায়ী কনডম ব্যবহার করা হলে, পুরুষ কনডম ৯৮% এবং মহিলা কনডম ৯৫% কার্যকর হয়। যদি প্যাকে লেখা নির্দেশাবলী অনুসারে ব্যবহার না করা হয় তাহলে পুরুষ কনডমের ব্যর্থতার হার ১৪% এবং মহিলা কনডমের ব্যর্থতার হার ২১%।