Kali Puja 2021 Wishes: আজ কালীপুজো, দুষ্টের দমনে দেবী কালিকার আরাধনায় আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা
আজ কালীপুজো।দেবী কালী বা কালিকা হলেন আদ্যাশক্তি। দশমহাবিদ্যা নামেও পরিচিত। শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। 'ব্রহ্মযামল' তন্ত্রগ্রন্থে দেবী কালীকে বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই উল্লেখ করা হয়েছে।
Kali Puja 2021 Wishes In Bengali: আজ কালীপুজো (Kali Puja 2021 )।দেবী কালী বা কালিকা হলেন আদ্যাশক্তি। দশমহাবিদ্যা নামেও পরিচিত। শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। 'ব্রহ্মযামল' তন্ত্রগ্রন্থে দেবী কালীকে বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই উল্লেখ করা হয়েছে। 'হরিবংশ' গ্রন্থে কালী নামে এক দানবীর উল্লেখ পাওয়া যায়। 'তোড়লতন্ত্র' অনুসারে, কালী আট প্রকার। অভিনব গুপ্তের 'তন্ত্রালোক' ও 'তন্ত্রসার' গ্রন্থ দুটিতে কালীর ১৩টি রূপের উল্লেখ আছে। 'জয়দ্রথ যামল' গ্রন্থে কালীর ১০টি রূপের উল্লেখ মেলে। আজ কালীপুজো উপলক্ষে আপনজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা।