Janmashtami 2023 Wishes: জন্মাষ্টমীর সন্ধ্যায় পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে নিন শুভেচ্ছাপত্রগুলি WhatsApp, Messenger, SMS-র মাধ্যমে

গৃহস্থ অর্থাৎ স্মার্ত সম্প্রদায়ভুক্তর জন্মাষ্টমী পালন করবেন ৬ সেপ্টেম্বর। এবং বৈষ্ণব সম্প্রদায় এই উৎসব ৭ সেপ্টেম্বর পালন করবেন। পারণ করা হবে ৭ সেপ্টেম্বর ভোর ৬টা ৯ মিনিটের পর।ফলে আজ ও কাল দুদিনই পালিত হবে জন্মাষ্টমী উৎসব।

হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ অবতারে মর্ত্যে জন্মগ্রহণ করেন বিষ্ণু। তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। রোহিণী নক্ষত্রে মথুরায় মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ। আজ (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টে ৩৮ মিনিটে অষ্টমী তিথির সূচনা হয়েছে। শেষ হবে আগামীকাল( ৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৪টে ১৫ মিনিটে। কৃষ্ণ মাঝরাতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর পুজোও মাঝরাতে হয়। এ কারণে ৬ সেপ্টেম্বর পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। আবার জন্মাষ্টমী পুজোর শুভ সময় মাঝরাত ১২টা ২ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত।

গৃহস্থ অর্থাৎ স্মার্ত সম্প্রদায়ভুক্তর জন্মাষ্টমী পালন করবেন ৬ সেপ্টেম্বর। এবং বৈষ্ণব সম্প্রদায় এই উৎসব ৭ সেপ্টেম্বর পালন করবেন। পারণ করা হবে ৭ সেপ্টেম্বর ভোর ৬টা ৯ মিনিটের পর।ফলে আজ ও কাল দুদিনই পালিত হবে জন্মাষ্টমী উৎসব।

তবে আজ রাতেই আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করুন।

 



@endif