International Nurse Day 2024: সমাজের প্রতি নার্সদের অবদানকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক নার্স দিবসে রইল ভালবাসায় মোড়া শুভেচ্ছা বার্তা

১৮২০ সালের ১২ মে জন্মগ্রহণ করেন বিখ্যাত নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল একজন নার্স হওয়ার পাশাপাশি ছিলেন একজন সমাজ সংস্কারকও।  ক্রিমিয়ান যুদ্ধের সময় আহত সৈন্যদের চিকিৎসা করার জন্য রাতের অন্ধকারে বাতি নিয়ে বের হতেন তিনি।তাই নাইটিঙ্গেল পরিচিত ছিলেন 'দ্য লেডি উইথ দ্য ল্যাম্প' নামে। যুদ্ধের সময় আহত সৈন্যদের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মৃত্যু হচ্ছিল সৈন্যদের। নাইটিঙ্গেলের চিকিৎসার জন্য হাজার হাজার সৈন্য ফের সুস্থ হতে শুরু করেছিল। এই কাজের মাধ্যমে 'নার্সিং'কে খুবই গুরুত্বপূর্ণ পেশায় পরিণত করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

তাঁর এই অবদানকে স্বীকৃতি দিয়ে সারা বিশ্বে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম বার্ষিকী উদযাপনের জন্য ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় গোটা বিশ্বে। প্রতি বছর, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (ICN) সংগঠন নার্সদের নিঃস্বার্থ সেবাকে সম্মান ও প্রশংসা করার জন্য এই গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণ করে।